শরতের বার্তা -আবু জাফর মহিউদ্দীন

2

নব্য রূপ ছড়াতে ধরাতে,
শরৎ এসেছে,আজ,
উদয় ভাস্কর , নীল আকাশে
সোনালী রশ্মির সাজ ।

ঋতুর সাথে সাথে বাগানে
এসেছে রং , ক্ষেতে
শেফালী কামিনীও ফুটেছে,
প্রকৃতি সেজেছে নববধূতে।

শুভ্র সকালে শিউলি-বেলি
শরৎ হলো ঋতুর রাণী,
তটিনী তীরে হাসে কাশফুল
অপরূপ রূপে ধরণী।

লেকের শীতল জল ছুঁয়ে
ঝিরঝির বাতাস এসেছে,
বৃষ্টি-রোদের লুকোচুরি
কখনো এ ঋতু খেলছে।

শুভ্র সুগন্ধি সেবন্তী
ছড়িয়েছে নতুন ছায়া,
সব মানুষ খুশি, ঋতুতে
জগতে এনেছে মায়া।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

2

আবু জাফর মহিউদ্দীন

Author: আবু জাফর মহিউদ্দীন

কবিতা লিখি, কবিতা ভালোবাসি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জানোয়ার ( ৭)

মানুষ যদি মানুষ না হত? সে জানোয়ার হত।কারন? জানোয়ারের চা'র ঠ্যাং।একদিন এক জানোয়ার গেল মাঠে, গিয়ে দেখল  এক জানোয়ার শুয়ে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

One Reply to “শরতের বার্তা -আবু জাফর মহিউদ্দীন”

Leave a Reply