ফুল- ৯

0

তোমরা যদি কখনও আমাকে পথের ধারে ফুল তুলতে দেখ তোমরা আমাকে বোলো, ‘তুমি এখানে কেন?  তোমার কাজ তো মানুষের সেবা করা’।কে বলেছিলেন হযরত মীকবার (আঃ)। কেন? এ কথা বললে তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবেন।আজ তিনি কোথায় আছেন?  আজ তিনি মিরেস্বরাই আছেন। সেখানে বসে তিনি কি করছেন?   সেখানে বসে তিনি ফুল তুলছেন। আজ আমরা তাকে কি বলব? তুমি এখানে কেন?

একথা বললে নিশ্চয়ই তিনি চলে আসবেন এবং ফুল তোলা বাদ দিয়ে মানুষের সেবা করবেন। আর মানুষের সেবা করলে তিনি হবেন এক মহৎ মানুষ যে মানুষের জন্য সব মানুষ অপেক্ষা  করেন।

তখন তিনি কি হবেন?  এমন একটি ফুল পাবেন যে ফুলের কোন তুলনা নাই। তিনি বলবেন, এমন একটি ফুলের জন্যইতো আমি অপেক্ষা করেছিলাম।

সে ফুলটি কেউ কাউকে দিয়েছিল? না, শুধু সুছন্দা সুনন্দাকে দিয়েছিল।আমরাও সে ফুল চাই; আমরা কি সে ফুল পাব?

আমাদের যে সে ফুল পাওয়া দরকার। সে ফুল না পেলে যে সব পাওয়া অপাওয়া হয়ে থাকবে।

প্রেমিক প্রেমিকাকে যত কথা বলে তার মধ্যে সবচেয়ে সুন্দর কি? তুমি কি আমাকে ভালবাস?সে ফুল তার  চেয়েও সুন্দর। সে ফুল না পেলে কি হয়?


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ আরিফ হোসেন সর্দার

Author: মোঃ আরিফ হোসেন সর্দার

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

উপন্যাস মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "দুই" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ শান্তার বাবার নাম মইন আহমেদ।বিরাট বড় লোক ও বিশিষ্ট

ইচ্ছে আমার

ইচ্ছে আমার মোঃ রুহুল আমিন ইচ্ছে আমার বেঁচে থাকার মনেতে সেই আশা, রাখবে জানি বাঁচিয়ে মোর বাংলা মায়ের ভাষা। থাকবো

কিনবে বধূ শাড়ি

কিনবে বধূ শাড়ি মোঃ রুহুল আমিন সোনালী ধান ঘরে তুলতে কৃষক কাটে ধান, খুশির হাঁসি—-মুখে নিয়ে গাহে কৃষক গান ধান

উপন্যাস পর্ব এক মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "এক" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ আসছে ১লা বৈশাখ শুভ নববর্ষ।চারদিকে নতুন বছরের আমেজ ফুটে

Leave a Reply