ক্রিকেটের নিয়মাবলি

ক্রিকেটের নিয়ম কানুন

2

বর্তমান ক্রিকেটে আউট দশ প্রকার বলবো নাকি এগারো ঠিক বুঝে উঠতে পারছি না। লন্ডনভিত্তিক বিবিসি ইউকে এবং উইকিপিডিয়া বলছে ১০ প্রকার আউট। আবার Sportzwiki নামে একটি ওয়েবসাইট বলছে ১১ রকমের আউট আছে, ওরা পরে উল্লেখ করে দিয়েছে যে, হাত দিয়ে বল ধরার আউটকে এখন Obstructing the field হিসেবে ধরা হয়।

প্রথম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৭৫ সালে। এর আগে থেকেই বিভিন্ন সময়ে নিয়মের পরিবর্তন এসেছে। ২০২০ সালেও আইসিসির নিয়মে কিছু পরিবর্তন এসেছে। আমরা তথ্য সংগ্রহ করেছি চ্যানেল আই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

লেখক ডট মি এর ক্রিকেট খেলা অংশে  ক্রিকেট নিয়ে এরকম আরো অনেক লেখা পাবেন। আপনারাও চাইলে এই ওয়েবসাইটে একটি একাউন্ট তৈরি করে লিখতে পারেন। আমাদের এই ওয়েবসাইট সবার জন্য উন্মুক্ত।

ক্রিকেটে আউট কত প্রকার?

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা এই লেখাটি লিখেছি।  চলুন আউটগুলো এক নজরে দেখে নেয়া যাক-

১. বোল্ডঃ বোলারের বল যদি স্ট্যাম্পে আঘাত করে এবং তাতে বেল স্ট্যাম্পের উপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে বোল্ড আউট হিসেবে গণ্য হবে।

২. কটঃ এটিও আবার তিন প্রকার। কট বিহাইন্ড, কট এন্ড বল্ড, কট বাই ফিল্ডার।

৩. স্ট্যাম্পডঃ বল খেলার সময় ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে বাইরে বেরিয়ে গেলে উইকেট কিপার উইকেট থেকে বেল বিচ্ছিন্ন করতে পারলেই ব্যাটসম্যান স্ট্যাম্পড হবে।

৪. দুইবার বলে হিট করাঃ ক্রিকেট খেলায় ব্যাটিং করার সময় এক বলে দুইবার হিট করলে আউট হবে। এক্ষেত্রে হাত বা, অন্য যেকোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বলে আঘাত করলেই নিয়ম অনুযায়ী ব্যাটসম্যান আউট হবে।

৫. হিট উইকেটঃ ব্যাটিং করা বা, রান নেওয়ার সময় কোন ব্যাটসম্যান স্ট্যাম্পে হিট করলে সে হিট আউট বলে গণ্য হবে।

৬. মাঠে অন্য খেলোয়াড়কে বাধা দেয়াঃ মাঠে কোন ব্যাটসম্যান ফিল্ডারকে ইচ্ছা করে বাধা দিলে সে আউট বলে গণ্য হবে।

৭. টাইমড আউটঃ ওয়ানডেতে ৩ মিনিট এবং টি-টুয়েন্টিতে ৯০ সেকেন্ডের মাঝে একজন আউট হওয়ার পরে নতুন কোন ব্যাটসম্যান না আসলে সে আউট হবে।

৮. এলবি ডব্লিউ: স্ট্যাম্পের লাইনে বা, অফ স্ট্যম্পের বাইরের কোন বল ব্যাটে না লেগে প্রথমে ব্যাটসম্যানের শরীরে আঘাত করলে সেই বলের গতি স্ট্যাম্প বরাবর হলে ব্যাটসম্যান আউট হবে। বর্তমানে রিভিউ এর ক্ষেত্রে আম্পয়ারের সিদ্ধান্তের কারণে এর কিছুটা ব্যাত্যয় ঘটে।

৯. রান আউটঃ  ব্যাটসম্যানের রান নেয়ার সময় কোন ফিল্ডার স্ট্যাম্প থেকে বলের মাধ্যমে বেল বিচ্ছিন্ন করতে পারলে রান আউট হবে।

১০. রিটায়ার্ড আউটঃ আম্পায়ারের অনুমতি ছাড়া কোন খেলোয়াড় মাঠ থেকে ইনজুরি বা, অন্য কারণে বেরিয়ে গেলে সে আউট হবে। আবার, তাঁর ব্যাটিং এ আসার ক্ষেত্রে বিপক্ষ দলের ক্যাপ্টেনের একটা ভূমিকা আছে।

ক্রিকেটে যত প্রকার আউট আছে সবগুলো নিয়মিত দেখা যায় না, আবার কিছু ক্ষেত্রে খেলোয়াড়ের আবেদন ছাড়া আম্পায়াররা কিছু আউট দেন না।

কিছু অদ্ভুত আউট দেখুন(ভিডিওটি নেয়া হয়েছে Cricket Fanatic চ্যানেল থেকে)-

আইসিসির নতুন নিয়ম

আইসিসির নতুন নিয়ম অনুসারে কিছু কাজ করা যাবে এবং কিছু কাজ করা যাবে না। এই নিয়মগুলোতে মহামারির প্রভাব স্পষ্ট(নিয়মগুলো কোভিড-১৯ এর জন্য প্রযোজ্য ছিল)। চলুন দেখে নেই-

১. ক্যাপ, চশমা, সোয়েটার ইত্যাদি আম্পায়ারের কাধে তুলে দেয়া যাবে না, রাখতে হবে নিজের কাছেই

২. আম্পায়ারদেরকেও গ্লোভস পরে বল ধরতে হবে, হাত দিয়ে ধরা যাবে না

৩. পোশাক, পানির বোতল ইত্যাদি খেলোয়াড়দের জন্য আলাদা হবে। অনুশীলনে ১.৫ মিটারের দূরত্ব বজায় রেখে অনুশীলন করতে হবে

৪. বল ব্যবহারের সময় লালা ব্যবহার নিষিদ্ধের সুপারিশও এসেছে

৫. দলের একজন আক্রান্ত হলে প্রয়োজনে পুরো দলকে কোয়ারেন্টাইনে পাঠানো হতে পারে

T-20 ক্রিকেট খেলার নিয়মাবলী

আইসিসির আইনে ছেলেদের এবং মেয়েদের টি টুয়েন্টি (t20) খেলার জন্য আলাদা নিয়ম রয়েছে। আপনাদের কাছেই দুইটা pdf ই আমি দিয়ে দেব। তারা আগে ছেলেদের খেলার কিছু কমন নিয়ম বলে নেই-

  • প্রত্যেক দল ২০ ওভার করে ব্যাটিং করবে
  • একজন বোলার সর্বোচ্চ ৪ ওভার বল করতে পারবে
  • প্রথম ৬ ওভারে ফিল্ডারদের অবস্থানঃ মাত্র দুইজন ৩০ গজের বাইরে থাকতে পারবে
  • এরপর ৫ জনের বেশী ৩০ গজের বাইরে থাকতে পারবে না
  • নো বলে ফ্রি হিট থাকবে
  • প্রত্যেক দল ২০ ওভারের জন্য ৮০ মিনিট করে সময় পাবে। মাঝে ১৫ মিনিটের বিরতি
  • একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর ৯০ সেকেন্ডের ভেতর পরবর্তী ব্যাটসম্যানকে আসতে হবে।

 

এই ছিল টি- টুয়েন্টি খেলার সাধারণ নিয়ম। এছাড়া আরো গভীর, আরো জটিল অনেক কিছু পাবেন নিচের দুটি pdf এ-

 

মেয়েদের ওয়ানডে খেলায় বাউন্ডারি ছোট হয়, ইন ফিল্ড বাউন্ডারিও ছোট হয়, এছাড়া আরো কিছু নিয়ম আছে যেগুলো আলাদা।

ক্রিকেট নিয়ে আপনাদের যেকোন মতামত নিচের কমেন্ট বক্সে প্রকাশ করতে পারেন।

 

সময় থাকলে আরো পড়ুন

 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

2

প্রবন্ধ লেখক

Author: প্রবন্ধ লেখক

বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লেখার চেষ্টা করছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

“একটি ফেঁটে যাওয়া ক্রিকেট বল” ~ হামীম আল ফুয়াদ ফাহিম

আমি তখন ক্লাস ২ তে পড়ি। সদ্য শৈশবের দুরন্তপনা ছুঁয়েছে। ফুটবল বিশ্বকাপে সেবার স্পেইন চ্যাম্পিয়ন হয়েছে জানি তবুও আশরাফুল/সাকিবের টানে
icc t20 world cup 2022 warm up matches

বাংলাদেশ বনাম পাকিস্তান ক্রিকেট পরিসংখ্যান

বাংলাদেশ বনাম পাকিস্তান পরিসংখ্যান দেখে জেতার আশা করাটা বোকামি, তবে টি২০ ক্রিকেটে যেকোন দলের সুযোগ আছে জেতার। আর, বাংলাদেশের সাথে
icc t20 world cup 2022 warm up matches

বাংলাদেশ বনাম ভারত ক্রিকেট পরিসংখ্যান

বাংলাদেশ ২০০৪ সালে যে ম্যাচটি  ভারতের সাথে প্রথম জিতেছিল সেটির হাইলাইটস বাংলাদেশ বনাম ভারত পরিসংখ্যান দেখে জেতার আশা করাটা বোকামি,
টি টোয়েন্টি বিশ্বকাপের পয়েন্ট টেবিল

আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ পয়েন্ট টেবিল

১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২। এর আগে সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল। ১৬ দলের অংশগ্রহণে এই

2 Replies to “ক্রিকেটের নিয়ম কানুন”

Leave a Reply