বিপর্যয় – ভাস্কর পাল

0

বিপর্যয়

  • ভাস্কর পাল

 

বিপর্যয়ে বাড়ি ফিরে

বাবা দাড়িয়ে গলা জলে,

থমকে গিয়ে খুঁজতে থাকে

হারিয়ে যাওয়া গৃহ তাদের।

 

চিহ্ন নেই সেই নিবেসের

চিহ্ন নেই বউ – সন্তানের;

পাগল হয়ে হাতড়ে খোঁজে

জমানো টাকার কৌটা টাকে।

 

শিশু তার বড্ডো ছোটো

মায়ের কোলে খেলা করে,

চিহ্ন নাহি পাইলো তাদের

বাবার চোখে জল ঝরে।

 

অঝোর ঝড়ের ঘূর্ণিপাতে

ডিপ্রেশনের সাইক্লোনেতে-

বিপর্যয়ের চিহ্ন আজ

উদ্বাস্তুদের বুকের মাঝে।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

Leave a Reply