মেঘকুঞ্জ। সুমাইয়া আক্তার বৃষ্টি

0

চল হারিয়ে যাই ওই মেঘের আড়ালে!

যেখানে থাকবে শুধু সাদার মায়ায় জড়ানো অসীম মেঘ কুঞ্জ।

এমন কোলাহল মুক্ত শান্ত পরিবেশ পাবো কি আর কোথাও?

ওই মেঘ কুঞ্জের থেকে প্রশান্তির স্হান কি আর হতে পারে এই পৃথিবীতে?

একমাত্র এই মেঘ কুঞ্জই তো পারে সূর্যের সব প্রখরতা নিজের মাঝে ধারন করে পৃথিবীকে প্রশান্তিময়, শীতল করে তুলতে।

একমাত্র এই মেঘ কুঞ্জই তো পারে গ্রীষ্মকালের তীব্র উত্তপ্ত সূর্যকে আড়াল করে মানবজাতিকে একটু স্বস্তি দিতে।

একমাত্র এই মেঘ কুঞ্জই তো পারে বসন্তের কোনো এক বিকেলে সময়টা উপভোগ করাতে।

গোধূলির সন্ধ্যায় মেঘের ছুটাছুটি দেখতে কার না ভালো লাগে?

আমার কাছে মেঘ মুক্ত আকাশ আর ঘ্রান মুক্ত ফুল দুটো একই মনে হয়।

এদের ছাড়া এই দুটোই সুন্দর।

কিন্তু যার জন্য এদের একটু বেশিই সুন্দর লাগে তারাই অনুপস্থিত।

যেই মেঘ কুঞ্জ তার সাদার মায়ায় ওই শক্তিশালী সূর্যকে ঢেকে রাখতে পারে,

সেই মেঘ কুঞ্জ কি সুন্দর না হয়ে পারে!

এই মেঘ কুঞ্জ নিয়ে একবার কথা বলা শুরু করলে তা আর শেষ করা যাবে না।

কেননা এই মেঘ কুঞ্জের কোনো তুলনা হয়।

~সমাপ্ত


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Sumaiya Akter Bristy

Author: Sumaiya Akter Bristy

❝শুভ্রচিন্তার উদ্ভব ঘটে যার কথা ভেবে সে যদি মোহ হয় দোষ বা কি তাতে?❞ ~Sumaiya Akter Bristy

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কামবাসনার খেলা

লালন গানে লালন তত্ত্বের চলে লালন মেলা, গাঁজার টানে ভক্তের চলে কামবাসনা খেলা। আমির সাথে আমির পেতে লালন গাহে গান,

গার্মেন্টস কর্মী

গার্মেন্টস কর্মী খুব সকালে ঘুমের থেকে উঠে, গোসল সেরে নাস্তা খেয়েই জীবন যুদ্ধে ছোটে। সঠিক সময় কর্ম ক্ষেত্রে পৌছে যেতে

এসো সালমান ভক্ত

সালমান শাহর ভক্তগণে সঠিক বিচার চায়, সালমান ভক্ত শান্তি পাবে যদি বিচার পায়। নির্মম ভাবে হত্যা করেই কেড়ে নিলো প্রাণ,

লেবাসধারী নেতা

ভোটের আগে লেবাস পরে দেশের নেতা গণ , জনের দেখে নেয় জড়িয়ে কী দরদী মন, শহর থেকে পাড়া মহল্লায় ঘুরছে

2 Replies to “মেঘকুঞ্জ। সুমাইয়া আক্তার বৃষ্টি”

Leave a Reply