কবিতা : আজ শহর জুড়ে বৃষ্টি নামুক। সুমাইয়া আক্তার বৃষ্টি

0

আজ শহর জুরে বৃষ্টি নামুক,
হারিয়ে যাক সব কিছু মহাকালের জটিলতায়।
রয়ে যাক শুধু আমার তপ্ত নিশ্বাস,
যার প্রতিধ্বনি আমি ছাড়া কেউ শুনবে না।

আজ শহর জুরে বৃষ্টি নামুক,
সাথে থাকুক মন মাতানো হাওয়া।
যে হাওয়ায় উড়িয়ে দেওয়া যাবে আমার সকল নিরবতা।

আজ শহর জুরে বৃষ্টি নামুক,
ডুবে যাক পথ-ঘাট, সকল প্রান্তর।
থাকবো শুধু আমি কোনো এক পাহাড়ের চূড়ায়,
আর দেখবো এই মহাপ্রলয়।

~সমাপ্ত


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Sumaiya Akter Bristy

Author: Sumaiya Akter Bristy

❝শুভ্রচিন্তার উদ্ভব ঘটে যার কথা ভেবে সে যদি মোহ হয় দোষ বা কি তাতে?❞ ~Sumaiya Akter Bristy

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জানোয়ার ( ৭)

মানুষ যদি মানুষ না হত? সে জানোয়ার হত।কারন? জানোয়ারের চা'র ঠ্যাং।একদিন এক জানোয়ার গেল মাঠে, গিয়ে দেখল  এক জানোয়ার শুয়ে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

2 Replies to “কবিতা : আজ শহর জুড়ে বৃষ্টি নামুক। সুমাইয়া আক্তার বৃষ্টি”

Leave a Reply