রমজান

0

মুমিন বান্দার মাঝে আসলো
বছর ঘুরে রোজা,
নেক আমলে ভরবে জীবন
কমবে পাপের বোঝা।

রমজান মাসে ফরজ রোজা
রাখে মুমিন বান্দা,
রোজার পরশ ঘুচবে যত
মন্দ সকল ধান্দা।

রোজার বরকত বান্দাগণে
আমল নেকি পূর্ণ,
অন্তর আত্মা কলুষ মুক্ত
অহং হবে চূর্ণ।

রমজান মাসে পাপের পথটা
ছেড়ে ভালোয় ঘেঁষো
রোজা রাখে কুরআন পড়ে
তাদের সাথে মেশো।

রোজা রাখো কোরআন পড়ো
আমল করতে ভারী,
হালাল হারাম মেনেই যেনো
সকল লিপ্সা ছাড়ি।

রমজান মাসে বান্দার জন্য
পাপের দুয়ার বন্ধ,
আমীর ফকির এক কাতারে
নেই ভেদাভেদ দ্বন্দ্ব।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

হযরত আলী (রা:) এর জীবনী

হযরত আলী ইবনে আবি তালিব (রাঃ) ছিলেন ইসলামের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব, যিনি সাহস, জ্ঞান, ন্যায়বিচার এবং তাকওয়ার জন্য সুপরিচিত।

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

Leave a Reply