1শিক্ষা পেশার শিক্ষকগণে দাবি আদায় নিয়ে, অধিকার তাই চাচ্ছে আজি রাজধানীতে গিয়ে। শিক্ষাদানে আলোকিত সমাজ গড়ে যারা, অবহেলার জীবন নিয়ে চরম কষ্টে তারা। কেবা আছে সমাজ মাঝে শিক্ষকগণের তুল্য, আলোয় ভরে দেবে সমাজ পেলে সঠিক মূল্য। শিক্ষকেরা জ্ঞানবিলায়ে জীবন করে পার, সেই শিক্ষকের চরম কষ্টে জীবন আজি ভার। শিক্ষক চোখে সবাই সমান ধনী গরিব সবে,
Category: নতুন লেখকদের লেখা
0প্রবাসী এক বোন প্রিসিলা দিলো মোরে জ্ঞান, বুদ্ধি হইলে সবি পাবেন হাঁসের মাংস খান। হাঁসের মাংসে বুদ্ধি বাড়ে খেতে বলেন তাই, বুদ্ধিমতী প্রিসিলা বোন উনার জুড়ি নাই। মন্ত্রী মশাই মাংস খেতে ওয়েস্টিনে যায়, বুদ্ধি নিয়ে দেশ চালাতে হাঁসের মাংস খায়। মন্ত্রী মশাই দেশ চালাচ্ছে জানো ক্যামনে আজ, প্রিসিলা বোন গোপন কথা বলতে পায়নি লাজ। মন্ত্রী
0অলির দেশে পাথর চুরি মেনে নেওয়া যায়, সাদা পাথর সোনা ভেবে সবাই নিতে চায়। কভার ভ্যানে নৌকা যোগে করে নিলো লুট, স্বচ্ছ জলের পাথরগুলো উজাড় হলো হুট টনক নড়ে উঠলো জনের ধরতে হবে চোর, রাঘব বোয়াল পড়ছে ধরা দেখি পেশীর জোর। পাথর চুরি করতে যেনো পায় না কভু ভয়, গলাবাজির চমক দেখায় জনের নেতা হয়।
0নদীর পাড়ে বসত বাড়ি মোরা ধীবর জাত, নদীর বুকে মৎস্য ধরে কাটাই দিবা রাত। নৌকায় করে প্রদীপ জ্বলে মাছ ধরতে যাই, জাল ফেলিয়ে নদীর থেকে নানান মাছ পাই। ডাঙায় উঠে হিসাব চলে মহাজনের কাছ, দিবস রাতে সব মিলিয়ে পেলাম কতো মাছ। বাজার নিয়ে অধিক দামে বেঁচে তবেই নেয়, অভাব মেটে চলার মতো তেমন কিছু দেয়।
0বন্ধু তুমি আসবে জানি বিশ্বাস ছিল মোর, বন্ধু তুমি আসলে কাছে মনে পাবো জোর। বন্ধুর সাথে নেই তুলনা বন্ধু আপন জন, বন্ধু মানে দু’টি দেহ একটা শুধু মন। মনের কোণে শান্তি জাগে দেখে বন্ধুর মুখ, বন্ধু সুজন থাকলে পাশে মনেতে রয় সুখ। বন্ধু হলো একই সুতায় পরস্পরে বাঁধা, বন্ধু কাছে না থাকিলে চোখে লাগে ধাঁধা।
0প্রেম কী? জিহাদ হাসান প্রেম হলো স্মৃতি। কোনো ব্যক্তির স্মৃতি ভুলতে না পারার অর্থ এই নয় যে আমি তার প্রেমে পড়েছি। আসলে প্রেম হলো সেই স্মৃতি, যা আমাদের অসহনীয় সুখের অনুভূতি দেয়। তাহলে ভালোবাসা? ভালোবাসা হলো দীর্ঘদিনের প্রেমের ফলে সৃষ্ট একটি স্থায়ী অনুভূতি। ভালোবাসার কোনো পূর্ণতা নেই, কারণ এর সৃষ্টি অসম্পূর্ণতার মধ্য দিয়েই হয়। তাই
0কোমলমতি শিশুরা আজ পুড়ে হলো ছাই, এমন ব্যথা আজকে মোরা ক্যামনে সয়ে যাই। দেখে শিশুর পোড়া শরীর কাঁদে হাজার জন, ওদের শোকে কাতর সবে ব্যথিত আজ মন। ফিরবে নাকো মায়ের খোকা আর কখনো ঘরে, সন্তান হারার শোকে কাতর মায়ে বিলাপ করে। খোকা আমার ঝলসে গেছে সারা শরীর পুড়ে, আছে খোকা লাশের মর্গে সাদা কাফন মুড়ে।
0আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে সোনার দেশ, দুর্নীতির ওই পাকড়া কলে হচ্ছে জাতি শেষ। শোকে কাতর গোটা জাতি দায়টা আজি কার? বাবার কাঁধে সন্তানের লাশ পাহাড় সমান ভার। অকেজো এক বিমান দ্বারা হইলো ওঁরা শেষ, জানছে জাতি এমন ভাবে ধ্বংস হচ্ছে দেশ। দেশের টাকা পাচার করে বিদেশ বসে খায়, জাতি ধ্বংসের মরণ নকশা আঁকতে ওঁরা
0মুসলিমগণে আযান হলে মসজিদ পানে যায়, নামাজ পড়ে মহান প্রভুর নৈকট্যলাভ চায়। মসজিদ হলো স্বর্গের উদ্যান ইবাদতের ক্ষণ, আযান হলে নামাজ পড়তে চলে মুসলিমগণ। দিনেই রাতে পাঁচ আযানে নামাজ অক্ত পাঁচ, নামাজ মাঝে পরম শান্তি প্রভুর করে আঁচ। পাঁচ ওয়াক্তে ১৭- ফরজ নামাজ পড়ে সবে, সুন্নত আর নফল নামাজ সাথে পড়তে হবে। বারো সুন্নত বারো
0মোদের দেশে চাঁদা দাবি রক্তে গেছে মিশে, চাঁদার জন্যে দেখি কতো মারে মানুষ পিষে। ভিন্ন নামেই ভিন্ন ভাবেই তোলে সবাই চাঁদা, আবেগ বশে মায়ার বশে চাঁদায় মানুষ বাঁধা। ধর্মের নামে রাজনীতিতে মাসিক চাঁদা আছে, চাঁদার টাকা তোলা রবে বলে রবের কাছে। কিশোর হাতে রুমাল দিয়ে চাঁদার টাকা তোলে, গাছের গায়ে লটকানো ওই চাঁদার বাক্স খোলে।