হামাসের প্রতিশোধ

0

কালের সাক্ষী হয়ে ঘাত-প্রতিঘাতে জর্জরিত ফিলিস্তিনি

হারিয়েছে শত প্রাণ, এখনো কাঁদে মায়ের আঁচল খানি।

যেই দেশ ছিল স্বাধীন মুক্ত, অন্যের দুঃখে কাঁদিতো প্রাণ

তারাই আজ বঞ্চিত তারা ভূমিহীন, নেই অধিকার-মান।

ইতিহাস বলে, লক্ষ ইহুদি নিধনযজ্ঞে জার্মানীর হিটলার

যে প্রাণে পেল নিস্তার, হলো না ঠাঁই সে দেশে থাকার।

সেই ভূমিহীন বৃদ্ধা-বনিতাকে বুকে তুলে নিলো যারা

তারাই মুসলিম বীর ফিলিস্তিনি, পাশে প্রতিবেশী তারা।

আজ সেই ইহুদি মৃত্যু দানব হয়ে ভূমি দস্যু, ইজরায়েল

তাদের বর্বর নির্যাতনে নিল জন্ম হামাস আজরাইল!

শপথ এ বীর হামাসের আজ প্রতিরোধ ডাক জিহাদের

মুক্ত করব পবিত্র আকসা, পূরণ করব ঋণ শহীদদের।

হতাশা জাতির ক্রন্দন গুনে রূপ পেল আজ স্বাধীনতার

শোকর খোদার খুশিতে মাতে বিশ্ব মুসলিম শুনে খবর।

হও হুঁশিয়ার দখলদার,এ ইঞ্চি ইঞ্চি মাটিই তোমার লয়,

জালিমের কারাগার রুদ্ধ থাকবে না একদিন হবে জয়।

হামাসের ঐ বজ্র আঘাতে গেল শত প্রাণ, নত হল শীর,

শত শত্রু হলো বন্দি প্রতিশোধ নিলো

ফিলিস্তিনি বীর।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

আবু জাফর মহিউদ্দীন

Author: আবু জাফর মহিউদ্দীন

কবিতা লিখি, কবিতা ভালোবাসি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

One Reply to “হামাসের প্রতিশোধ”

Leave a Reply