ইউটিউব থেকে আয়

ইউটিউব অটো সাবস্ক্রাইবার আসলে কতটা কার্যকরী?

ইদানিং যারা ইউটিউবিং করছেন তাদের অনেককেই অটো সাবস্ক্রাইবারের দিকে ঝুকতে দেখা যাচ্ছে। অটো সাবস্ক্রাইবার এমন একটি পদ্ধতি যেখানে অল্প সময়ে অনেক সাবস্ক্রাইবার অর্জন করা যায়।

এসব সাবস্ক্রাইবার কোনো মানুষ নয় বরং বট। অটো সাবস্ক্রাইবার নেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইউটিউবে ১০০০ সাবস্ক্রাইবারের কোটা পূরণ করা এবং মনিটাইজেশনের জন্য চ্যানেলকে উপযুক্ত করা।

ইউটিউব অটো সাবস্ক্রাইবার

অটো সাবস্ক্রাইবার নিয়ে কি আদৌ কোনো লাভ আছে?

উত্তরটি হচ্ছে, না। এসব অটো সাবস্ক্রাইবার দিয়ে হয়তো আপনি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পেয়ে যাবেন কিন্তু এর কার্যকর কোনো লাভ উঠে আসবে না।

কেননা এসব সাবস্ক্রাইবার কেউই আপনার কোনো ভিডিও ভবিষ্যতে দেখবে না। এর ফলে আপনি কোনো ওয়াচ টাইমও পাচ্ছেন না।

আপনার চ্যানেলে অ্যাড শো করছে, কিন্তু দেখার মত কেউ নেই। এড শো না করলে ইমপ্রেশনও পাবেন না, এডে ক্লিকও হবে না। তখন আপনার কোনো টাকাও আসবে না।

অটো সাবস্ক্রাইবারদের ভূতের সাথে তুলনা করা যায়। কারণ এটা শুধু লোক দেখানো, তারা একেবারে অস্তিত্বহীন।

যারা যারা অটো সাবস্ক্রাইবার নিচ্ছেন তাদের এই সকল বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন৷ আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার অনেক কিন্তু কেউই ভিডিও দেখছে না। এতে আপনার লাভ কোথায়?

তাই রিয়েল সাবস্ক্রাইবারদের নিয়ে চিন্তা করুন। তারা নিয়মিত ভিডিও ওয়াচ করলে ওয়াচটাইমও পাবেন, নতুন সাবস্ক্রাইবারও আসবে নিয়মিত। চ্যানেলে মনিটাইজেশন পেতে কোনো অসুবিধা হবে না।

 

আরো পড়ুন