বাংলা শব্দের অর্থ

কঙ্কন শব্দের অর্থ কি?

‘কঙ্কন’ বিশেষ্য পদ। এর অর্থ বা, সমার্থক শব্দ হচ্ছে- কাঁকন, আঙটি, অঙ্গুরীয়, আঁকড়া, অঙ্গুরী ইত্যাদি। ভারতের মহারাষ্ট্রের একটি অঞ্চলের নামও কঙ্কন। তারা কথা বলেন কঙ্কনী ভাষায়। এটি বলতে বুঝায় নারীদের হাতের অলঙ্কারকে। সাধারণত হাতের বালা বা, করভূষণ বুঝাতেই এই শব্দটি ব্যবহার করা হয়।

বাংলাদেশের গ্রামাঞ্চলে মেয়েদের নামও রাখা হয় কাঁকন। যেমনঃ মহান মুক্তিযুদ্ধের একজন বীর যোদ্ধার নাম কাঁকন বিবি (বীর প্রতীক)। অনেকেই হয়তো তার আসল নামটি জানেন না- কাঁকাত হেনিনচিতা। তিনি খাসিয়া সম্প্রদায়ের।

পত্র-পত্রিকার খবর অনুযায়ী প্রধানমন্ত্রী তাকে বীরপ্রতীক ঘোষণা করেছিলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সাময়িক সনদপত্রও দিয়েছিল, কিন্তু দুঃখজনক ব্যপার হচ্ছে ২০১৮ সালে তিনি মৃত্যুবরণ করেছেন, এখনো গেজেটে নাম আসেনি।(১৯৭১-২০১৮)= স্বাধীনতার ৩৭ বছর পরেও তিনি স্বীকৃতি পেলেন না

সময় থাকলে পড়তে পারেন-