বাংলা শব্দের অর্থ

লেখক শব্দের অর্থ কি?

এটি বিশেষণ পদ। যিনি লেখালেখি করেন তাকে বলা হয় লেখক। এই শব্দটির অর্থ বা, প্রতিশব্দ হচ্ছে- গ্রন্থকার, লিপিকার, লেখিকা(স্ত্রী লিঙ্গ), ঔপন্যাসিক, কবি, ব্লগার ইত্যাদি। লেখক বলতে এমন একজন ব্যক্তিকে বুঝায় যিনি লিখিত শব্দ ব্যবহার করে মনের ভাব প্রকাশ করেন এবং সেটির মাধ্যমে পাঠকের সাথে যোগাযোগ স্থাপন করেন।

ছোট গল্প, চিত্রনাট্য, কবিতা, প্রতিবেদন বা, প্রবন্ধ যা কিছুই লেখা হোক সেটি যিনি লেখেন তাকে আমরা লেখক বলতে পারি। এই শব্দটিকে আমরা সাধারণত কাল্পনিক কোন গল্প বা, কবিতা রচয়িতা বা, উচুমাণের সাহিত্যস্রষ্টার ক্ষেত্রে ব্যবহার করি।

প্রকৃতপক্ষে এই শব্দটি আসলে সবার ক্ষেত্রেই প্রযোজ্য, তবে সবার লেখার বাজারমূল্য, সাহিত্যমূল্য বা, মাণ সমান নয়। আবার, মানদণ্ডও নানারকম হতে পারে। আপনি চাইলে এই ওয়েবসাইটে লেখক হিসেবে যোগ দিতে পারেন।

 

আরো পড়তে পারেন-