বাংলা শব্দের অর্থ

চুরি শব্দের সমার্থক শব্দ কি?

‘চুরি’ শব্দটি বিশেষ্য পদ। এর অর্থ বা, সমার্থক শব্দ হচ্ছে চৌর্যবৃত্তি, অপহরণ, হরণ, চৌরকার্য, আত্মসাৎ ইত্যাদি। এই মহান কর্মটিকে যারা পেশা হিসেবে গ্রহণ করেন তাদেরকে বলা হয় চোর। পৃথিবীর সব দেশেই চুরি একটি দন্ডনীয় অপরাধ। অপরাধের মাত্রা এবং কার্য সংঘটনের স্থান অনুযায়ী শাস্তি নির্ধারিত হয়।

মালিকের অজ্ঞাতসারে কোন কিছু আত্মসাৎ করে নেয়াকেই আমরা চুরি বলে অভিহিত করে থাকি। চোর এ আবার নানারকম ধরণ আছে। নিচে কয়েকটি ধরণের চোরের তালিকা দিয়ে দিচ্ছি-

  • ছিচকে চোর
  • সিঁধেল চোর
  • বাটপার
  • ঠক
  • জোচ্চোর
  • পুকুর চোর

পুকুর চুরির ঘটনার নেপথ্যের লোকদের চেয়ে ছিচকে চোরের শাস্তি আমাদের সমাজে বেশী দেখা যায় বলে আমার মতো অনেকেই মনে করে। ডিজিটাল যুগে ‘প্লেজিয়ারিজম’ বা, লেখা চুরির ঘটনা হর হামেশাই ঘটছে। ফেসবুকে অন্যের লেখা নিচের নামে প্রকাশ বা, নিচে #Collected লিখে দেওয়াটা এখনকার ট্রেন্ডে পরিণত হয়েছে।  প্রকৃত লেখকের লেখার স্বীকৃতির বালাই নেই।

আরো পড়ুন-