বাংলা শব্দের অর্থ

চোর শব্দের অর্থ কি?

চোর শব্দের অর্থ বা, প্রতিশব্দ হচ্ছে তস্কর, অপহরণকারী, খর্পন ইত্যাদি। এটি বিশেষ্য পদ। সংস্কৃত- √চুর্ + অ=চোর। যে ব্যাক্তি অন্যের কোন জিনিস যা নেয়ার অধিকার নেই তা না বলে নেয় তাকে চোর বলা হয়।  কারো ইচ্ছার বিরুদ্ধে কোন সম্পদ কুক্ষিগত বা, বিক্রি যিনি করেন তাকেও আমরা চোর বলতে পারি।

বাটপারঃ যারা চোরের জিনিস চুরি করে, তাদের বলা হয় বাটপার। সিঁধেল চোর, জোচ্চোর, ঠগ, প্রতারক, ছিচকে চোর এরকম নানা রকম চোর আছে, আছে পুকুর চোরও। তবে, পাবলিকের মার খায় ছিচকে চোর। মানুষের জীবনের সব ক্ষোভ উগরে দেয় বেচারা ছোট চোরের উপর, কারণ সেই সবচেয়ে দুর্বল

ইউটিউবে নচিকেতার চোর গানটি শুনতে পারেন, আরো কিছু চোরের সন্ধান পাবেন.

কিছু বাগধারাঃ

  • চোরে চোরে মাশতুতো ভাই
  • চোরের উপর বাটপারি
  • চোরের মায়ের বড় গলা
  • চোরের মায়ের কান্না
  • চোরের ধন বাটপারে খায়

 

আরো দেখুন-