বাংলা শব্দের অর্থ

চুড়ি শব্দের অর্থ কি?

‘চুড়ি’ বিশেষ্য পদ। এই শব্দটির অর্থ বা, সমার্থক শব্দ- করভূষণ, সরু বালার মতো গহনা বা, বালা। বিভিন্ন রকম চুড়ি আমাদের দেশে দেখা যায়। যেমনঃ রেশমী চুড়ি, প্লাস্টিক চুড়ি ইত্যাদি। ইংরেজীতে এই শব্দটিকে বলা হয় Bangle বা, Bracelets(ব্রেসলেটকে যারা চুড়ি বলে তারা কিন্তু ভুল কিছু বলে না)।

দক্ষিণ এশিয়ার নারীদের প্রিয় এই গহনাটি মাটি, প্লাস্টিক, কাচ, ধাতু প্রভৃতি দিয়ে তৈরি করা হয়। একহাতে পরতে হয় এমন এক ধরণের চুড়িকে বলা হয় কারা। শিখ ধর্মের অনুসারীদের বিয়েতে সাধারণত মেয়ের বাপ ছেলেকে একটি কারা, একটি সোনার আংটি এবং একটি মোহরা(গলার গয়না) উপহার দেয়।

সময় থাকলে পড়তে পারেন-