প্রশ্নের উত্তর

পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থের নাম কী?

পারস্যের অগ্নি উপাসক বলতে বুঝানো হয় জরুথ্রুষ্ট ধর্মের অনুসারীদের। এই ধর্মের ধর্মগ্রন্থের নাম হচ্ছে জেন্দাবেস্তা বা, জেন্ট এভেস্তা। অহুর মাজদা হচ্ছে এই ধর্মের সৃষ্টি কর্তার নাম। অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে এই ধর্মের

প্রতিটি অধ্যায়ের শুরু করা হয় অহুর মাজদার নামে। অহুর মাজদার অর্থ হচ্ছে সর্বজ্ঞানস্বামী। আর, মুসলিমদের নবী হযরত মুহাম্মদ(সাঃ) এর রাতে স্বর্গ মর্ত্য ভ্রমনের যে কাহিনী শোনা যায়, এরকম কাহিনী এই ধর্মগ্রন্থেও আছে। আরদা ভিরাফ এই ভ্রমণ করেছিলেন।

মুসলিমবিদ্বেষী এবং ইসলাম ধর্মাবলম্বীদের মাঝে এই ঘটনা নিয়ে নানারকম তর্ক বিতর্ক হয়। সেইসব বিষয়ে না গিয়ে এগুলো সম্পর্কে জেনে নেই। জেনে নেয়াতে তো কোন ক্ষতি নেই।

আরো জানুন-