বাংলা শব্দের অর্থ

যিশু অর্থ কি?

যিশু শব্দটির মূল হিব্রু উচ্চারণ হচ্ছে ইয়েশোয়া। এর অর্থ হচ্ছে- সরবরাহ বা, উদ্ধার করা। খ্রিস্ট ধর্মাবলম্বীরা যিশুকে ঈশ্বর বলে মনে করে। অবশ্য ইউনিটেরিয়ান খ্রিস্টানেরা তা মনে করে না। তারপরেও বেশীরভাগ খ্রিস্ট ধর্মাবলম্বীদের মত এটাই যে যিশু ঈশ্বর।

  • যিশু শব্দটিকে ঈশ্বরের একটি প্যাসিভ গুণ হিসেবে তুলে ধরা হয়, ত্রানকর্তা হিসেবে
  • ইংরেজীতে যিশুর নাম Jesus ছাড়াও Joshua লেখা হয়
  • গ্রীক থেকে ইংরেজীতে এসে Jesus হয়েছে, বাংলায় যিশু

 

প্রসঙ্গত উল্লেখ্য, মুসলিমরা যেমন ঈসা বলে এরকমটা হিব্রুরা বা, আরব খ্রিস্টানেরা বলে না। তারা ইয়েশুয়া বলে, তবে আরব খ্রিস্টানেরাও আলাহকে আল্লাহ ডাকে। যিশুর ভাষা ছিল এরামাইক। এরামাইক হচ্ছে আরবি এবং হিব্রুর মাতৃভাষা।

আগ্রহ থাকলে পড়তে পারেন-