1
কোথায় গেল গোয়াল ভরা
গরু মহিষ ভাই?
খেত-খামারে জোয়াল কাঁধে
দেখতে নাহি পাই।
কোথায় গেল খাল-বিলের ঐ
হরেক রকম মাছ,
কোথায় গেল পাটির পুরুল
রসের খেজুর গাছ।
যায় না পাওয়া মাটির তৈরি
খড়ের ছাউনি ঘর,
থাকলে ঘরে ঝড়ের দিনেই
লাগতো মনে ডর!
বিকেল বেলায় নৌকায় বহে
আনতো চাষি ধান,
মনশিতে——-মধুর কণ্ঠে
গাইতো মাঝি গান।
গরুর মলন ধান মাড়াই যে
অতীত স্মৃতি আজ,
চাষির কাছে ছিলো তখন
অনেক কষ্টের কাজ।

1