অতীত স্মৃতি আজ

1

 

কোথায় গেল গোয়াল ভরা
গরু মহিষ ভাই?
খেত-খামারে জোয়াল কাঁধে
দেখতে নাহি পাই।

কোথায় গেল খাল-বিলের ঐ
হরেক রকম মাছ,
কোথায় গেল পাটির পুরুল
রসের খেজুর গাছ।

যায় না পাওয়া মাটির তৈরি
খড়ের ছাউনি ঘর,
থাকলে ঘরে ঝড়ের দিনেই
লাগতো মনে ডর!

বিকেল বেলায় নৌকায় বহে

আনতো চাষি ধান,

মনশিতে——-মধুর কণ্ঠে

গাইতো মাঝি গান।

গরুর মলন ধান মাড়াই যে
অতীত স্মৃতি আজ,
চাষির কাছে ছিলো তখন
অনেক কষ্টের কাজ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কিশোর

  আমরা নবীন,আমরা কিশোর জয় করিবো বিশ্ব ভূবন, মেধার বিকাশ জাগবে এবার গড়বো জ্ঞানের নতুন স্বপন। সত্য ন্যায়ের সঙ্গে থেকে

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই 'কনকচাঁপা দোদুল দোল '। মোট কবিতার সংখ্যা ৮০ টি।বইটিতে আমার কবি নাম: মোঃ আরিফ হোসেন সর্দার।  

ওঁরা আপন জন

ঘুমের থেকে ওঠরে জেগে ওহে মুসলিম গণ, দেখরে চেয়ে মরছে যারা ওঁরা আপন জন। মুসলিম হলে কেমন করে থাকো আজি

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক বাহিনী বুলেট ছোড়ে ঝাঁঝরা করে

Leave a Reply