করবো তাকে দায়ি

0

আকাশ ছোঁয়া পণ্যদ্রব্য
দামটা চড়া কেনো?
খাবার আশে কাঁদছে মানুষ
আমলা গণে যেনো!

বাঁচতে হলে খাইতে হবে
ক্যামনে খাবার কিনি!
মোদের কাছে টাকার অভাব
জানেন কিবা তিনি?

এতো দামের চড়া বাজার
নেইতো কেনার সাধ্য,
দিনমজুরি কামলা খেটে
কিনবো কোনটা খাদ্য?

দিনেই দিনেই বাড়ছে সবই
চরম অগ্নি দামে॥
কিনতে গেলে মনটা কাঁদে
লাগছে ব্যথা চামে!

ভাবছে কে আর ক্ষুধার জ্বালা
আছে দীনের পেটে!
বলবো কথা কে শুনবে ভাই
যাচ্ছে বুকটা ফেটে॥

ক্যামনে সইবো ক্ষুধার জ্বালা
বাঁচবো ক্যামনে বলো?
ক্ষুধার জ্বালায় ভুবন ছাড়ার
সময় বুঝি হলো॥

খাবার আশে মরণ হইলে
করবো দায়ি তাকে॥
প্রভু মোদের দেখভালের ঐ
ভারটা দিলো যাকে!


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ফুল (৯)

কাল যে ফুলটি ফুটেছে আজ সে ফুলটি ফোটেনি । সে ফুলটির নাম 'সুন্দর '। সে ফুলটি তুমি আমাকে দিলে, আমি

ও আমার অনাগতা প্রিয়া

একদিন একজনকে আমি  বলেছিলাম, এই আমাকে একটি ফুল দাওতো।সে আমাকে একটি ফুল দিয়েছিল।আজ আমার ভীষণ তাকে মনে পড়ছে।মন চাচ্ছে তাকে

ডায়না (৩)

ডায়না ডায়না ডায়না কোন কথা কয়না একবার না দেখিলে মনে হয় কতদিন দেখা হয়না।   ঘুম থেকে উঠে সাতটায় হাতমুখ

পড়ছে মনে মাকে

  পড়ছে মনে ভীষণ ভাবে প্রবাসে আজ মাকে, এই প্রসাবে কে আমায় বলো খোকা বলে ডাকে। মাকে ছেড়ে বাবার ছেড়ে

Leave a Reply