0
ফুলের মত দেখতে তোমার চোখ।সে চোখ দিয়ে তুমি কি বল কিছুই বুঝিনা। একদিন বললাম, কি বল? বললে, ভালবাসি।আসলে তুমি ভালবাসনা, কর ঘৃণা।হায় হায় তুমি কেন এমন!
তুমি যদি আমায় ঘৃণা না করতে কি আমি করতাম? অথৈ সাগরে ভাসতাম। তুমি আমাকে অথৈ সাগরে ভাসার সুযোগ দিলেনা।
তুমি যদি অথৈ নদীর পাড়ে আসতে, আমি অথৈ সাগরে ভাসতাম। তুমি অথৈ নদীর পাড়ে আসলেনা অথৈ সাগরেও ভাসা হলনা।কবে তুমি অথৈ নদীর পাড়ে আসবে?
যদি তুমি অথৈ নদীর পাড়ে না আস? বলব, অথৈ নদী বলতে কিছু নাই, যা আছে সব পানি।

0