0
শোন রত্না তুমি রোজ রাতে আমার কাছে চিঠি লিখো। লিখো তুমি কেমন আছ, কি খাও, কেমন করে ঘুমাও।তোমার একটি সংবাদ না শুনলে যে আমি মরে যাব। তোমার মা তোমাকে আদর করে কিনা সে কথাও জানাইয়ো।শুনেছি তুমি গতকাল পথের ধারে পড়ে গিয়েছিলে; কি কারনে পড়ে গিয়েছিলে একটু বিস্তারিত জানাইয়ো।তোমার খবর জানার জন্য মন উদগ্রীব হয়ে আছে। ভালবাসার মানুষের খবর না জানলে কি হয়!
ভালবাসার মানুষের খবর না জেনে কে বেঁচেছিল?হাবীব যখন তিলোত্তমাকে ভালবাসত তিন দিন তিন রাত খবর পায়নি, সথে সাথেই আত্মহত্যা করেছিল।ডায়নাকে না পেয়ে সিনজার সাতদিন উপোস থেকেছিল। শেষ পর্যন্ত এ উপোস অবস্থায়ই তার মৃত্যু হয়েছিল। আমি উপোস থাকব কয়দিন? অনন্তকাল। অনন্তকাল থাকলে কম হয়ে যায়, অনন্ত বছর, সীমা।

0