0
কোনদিন তাকে দেখিনি, তার কথাও শুনিনি। অথচ আজ সে আমাকে ডাকছে। সে কেমন দেখতে বড় ইচ্ছে করছে। সে যদি কাছে এসে বলে আমি তোমাকে ভালবাসি তাহলে বলব,” তোমাকে ভালবাসার কোন অন্ত নাই, এতদিন কেন ধরা দিলেনা, আরও আগেতো তোমার ধরা দেওয়ার কথা ছিল?”যদি বলে” ধরা কেমনে দেব আমি তো ছিলাম তোমার অন্তপুরে?” বলব, “সেই অন্তপুর এখনই খুঁড়ে দেখব, দেখব সেটা কত গভীর। ”
অন্তপুর খুঁড়তে গিয়ে যদি দেখি সেখানে আরেকজন বসে আছে তাহলে বলব, এই তুমি সরে যাও, এখনই সরে যাও, ও শুধু এখানে বসবে।
0