0
মেধাবী আজ বিবেক শূন্য
করছে নানা পাপ,
ঢাকায় পড়ে ছেলে আমার
বলবে নাকো বাপ।
বিদ্যাপীঠে ক্যামনে এলো
পশু নামক জাত,
বিবেক যেন গুমড়ে কাঁদে
খাইতে গেলে ভাত।
বিবেক ছাড়া হয় যে পশু
মানুষ সেতো নয়,
দেহের মাঝে প্রাণ থাকিলে
মানুষ তারে কয়।
মারার আগে খাইতে দিলো
পেট ভরে ভাত,
জীবন নিলো নির্মম ভাবে
ওরা কেমন জাত।
কেমন করে অবোধ হলো
মাথায় চাপে খুন,
ভাবতে থাকে সকল জনে
এটাই মেধার গুণ।

0
ভালো লিখেছেন কবি