0
কোরান হলো প্রভুর বাণী
যাতে নেইতো ভুল,
আঁকড়ে ধরো মানব জাতি
পাবে মুক্তির কুল।
কোরান পড়ো গভীর ভাবে
জ্ঞানীগুণী গণ,
ভুল পেয়েছে কোরান পড়ে
আছে এমন জন?
প্রভুর লিখুন কোরান খানা
একই অর্থময়,
ভিন্ন অর্থে —বুঝতে কেনো
পাওনা তবে ভয়।
অনেক জাতি বিভেদ খোঁজে
দিলো নিজের মত,
সেই অভিন্ন —-করলো ছিন্ন
গোত্র গোষ্ঠীর পথ।
অনেক জ্ঞানী ধার্মিক ভাবে
পাইনি ওঁরাই মান,
সম্মান প্রাপ্তি পাই লো তাঁরা
নিলেন প্রভুর শান।
গোমড়া ভাবে নানান যুক্তি
কেনো তবেই দাও,
কথার বুলি —জখম করে
অনেক মজা পাও।
কোনটা ভালো কোনটা মন্দ
বুঝতে পারে সে,
মিথ্যার শাস্তি কঠিন জেনে
ভয়টা করলো যে।
সত্যোর সাথে মিথ্যার মিশ্রণ
বলছো কেনো ঠিক,
এমন ভাবে— চললে তবেই
পাবে নাকো দিক।
কোরান বাণী প্রচার করো
সঠিক রেখে মন,
একই ভাষায় —একই অর্থেই
করো এমন পণ।
0
ভালো লিখেছেন কবি