অভিন্ন কোরান

play icon Listen to this article
0

কোরান হলো প্রভুর বাণী
যাতে নেইতো ভুল,
আঁকড়ে ধরো মানব জাতি
পাবে মুক্তির কুল।

কোরান পড়ো গভীর ভাবে
জ্ঞানীগুণী গণ,
ভুল পেয়েছে কোরান পড়ে
আছে এমন জন?

প্রভুর লিখুন কোরান খানা
একই অর্থময়,
ভিন্ন অর্থে —বুঝতে কেনো
পাওনা তবে ভয়।

অনেক জাতি বিভেদ খোঁজে
দিলো নিজের মত,
সেই অভিন্ন —-করলো ছিন্ন
গোত্র গোষ্ঠীর পথ।

অনেক জ্ঞানী ধার্মিক ভাবে
পাইনি ওঁরাই মান,
সম্মান প্রাপ্তি পাই লো তাঁরা
নিলেন প্রভুর শান।

গোমড়া ভাবে নানান যুক্তি
কেনো তবেই দাও,
কথার বুলি —জখম করে
অনেক মজা পাও।

কোনটা ভালো কোনটা মন্দ
বুঝতে পারে সে,
মিথ্যার শাস্তি কঠিন জেনে
ভয়টা করলো যে।

সত্যোর সাথে মিথ্যার মিশ্রণ
বলছো কেনো ঠিক,
এমন ভাবে— চললে তবেই
পাবে নাকো দিক।

কোরান বাণী প্রচার করো
সঠিক রেখে মন,
একই ভাষায় —একই অর্থেই
করো এমন পণ।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জুতাপেটা

তোমার নামও সুন্দর আমার নামও সুন্দর। অথচ কে যেন বলছে আমরা সুন্দর নই।এটা কি ঠিক?  এটা ঠিক নয়।তাহলে তাকে কি

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

মানুষ (১৩)

মানুষকে কখনও অবিশ্বাস কোরোনা।মানুষকে বিশ্বাস কোরো।কারন, মানুষ তোমার ভাই।

One Reply to “অভিন্ন কোরান”

Leave a Reply