0
প্রতিদিন সূর্য উঠে প্রতিদিন অস্ত যায়।অথচ আজ তুমি এলেনা।তাহলে কেমনে অস্ত যাবে? তুমি আমাকে বল কবে সাজ সাজ রবে আসবে সেদিন মনমত অস্ত যাবে। মনমত অস্ত না গেলে যে কিছু ভাল লাগেনা, পাহাড় পর্বত নদীনালা সব পেষে মনে হয়। আবার কবে আসবে, আবার কবে মনমত অস্ত যাবে? মনমত অস্ত যাওয়ার জন্যই যে সব সৃষ্টি হয়েছে।

0