0
অসৎ ব্যক্তি
মোঃ রুহুল আমিন
নির্মল বায়ু নির্মল আকাশ
থাকবে সবে বেশ,
অসৎ ব্যক্তি নির্মূল হলে
ভালো রবে দেশ।
অসৎ ব্যক্তির জন্য সবাই
পায় যে মনে দুখ,
এক নিমিষে নেয় যে কেড়ে
মনের সকল সুখ।
ভুক্তভোগীর দুঃখ লাঘব
করতে যদি চাও।
অসৎ ব্যক্তির হিংস্র রূপের
মুখোশ খুলে দাও,
এই সমাজে অসৎ ব্যক্তির
কোনো জায়গা নাই,
অসৎ ব্যক্তি মুক্ত সমাজ
গড়তে মোরা চাই।
অসৎ ব্যক্তির অসৎ কর্মে
সমাজ ধ্বংস হয়,
সমাজ মাঝে নেকড়ে রূপে
ঘাপটি মেরে রয়।
0