আঁধার চিড়ে

0

আঁধার চিড়ে

সাজেদুর রহমান

আঁধার চিড়ে শূন্যে যে মুখ ভেসে ওঠে
তাকে যায় না ধরা, যায় না ছোঁয়া
সকল ধরা-ছোঁয়ার মাঝে ।

সে যে লুকিয়ে বেড়ায় গগন-তারার ফাঁকে ফাঁকে
যায় হারিয়ে, যায় মিলিয়ে
পাই না তারে, পাই না পরশ
শুন্য দু’হাত ফিরে আসে, শূন্যতারই অন্ধকারে !
বহে ব্যথা বহ্নিজ্বালায় হৃদয়কোণের শুন্যপাড়ে
তাকে যায় না ধরা, যায় না ছোঁয়া
সকল ধরা-ছোঁয়ার মাঝে ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Sazedur Rahman

Author: Sazedur Rahman

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

প্রিয় বাংলাদেশ

দেশ দেশ দেশ নানান রঙের বেশ যার রূপের নাই শেষ সে যে আমার বাংলাদেশ।   ছয় ঋতু করে যায় খেলা

মানুষের মাঝে মানুষ

মানুষের ভিড়ে হারিয়ে যাই প্রতিদিন, একেকটি মুখ, একেকটি গল্প, চোখের কোণে লুকানো ব্যথা, হাসির ফাঁকে চাপা দীর্ঘশ্বাস। আমি দেখি, তবু

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

One Reply to “আঁধার চিড়ে”

Leave a Reply