0
তুমি যদি আকাশ হতে আমি হতাম পাতাল, আর তুমি যদি পাতাল হতে আমি হতাম তোমার আকাশ। অথচ আজ আমরা কেউ কারো কোন কিছু নই।তাহলে? “আকাশ ও পাতালের কেন সৃষ্টি হল?”
একদিন আকাশ বলেছিল, তুমি যদি আমার না হও আমি মরে যাব। সেদিন আকাশ কিন্তু ঠিকই মরে গিয়েছিল। একদিন পাতাল বলেছিল, আকাশ তুমি যদি আমার না হও আমি মরে যাব। সেদিন পাতাল কিন্তু ঠিকই মরে গিয়েছিল। আজ কেউ মরেনা। তাহলে, আজ তাদের কি হল?

0