0
আমায় তুমি দেখলে নাকি
বহু বছর পরে,
লিখতে গিয়ে আমায় নিয়ে
অশ্রুবারি ঝরে।
দুখের চিহ্ন পাওনি খুঁজে
আমার চোখে মুখে,
ভাবলে তুমি অনেক সুখি
দুঃখ নেইতো বুকে।
তোমার কাছে দুঃখ মানেই
খোঁচা খোঁচা দাড়ি,
এলোমেলো ঝাঁকড়া চুলে
থাকবে মনটা ভারি।
কাব্য কথায় পাঠক মাঝে
সাজো অনেক দুখি,
তোমায় দেখে বুঝতে পারি
তুমি অনেক সুখি।
সুখের হাজার বর্ণিল রশ্মি
সুখে জীবন ভরা,
তবুও তুমি লিখছো শুধুই
দুঃখে জীবন গড়া।
সুখের মাঝে ক্যামনে তবে
দুঃখ যাপন করে,
আনমনে যে ভেবেই রাখো
প্রশ্ন সবার তরে।
তবুও তুমি স্বীকার করলে
বিরহী এক কবি,
অতীত স্মৃতির কল্প কথা
লিখতে থাকো সবি।

0