আমার ভালোবাসা

0

1 পর্ব  আমার ভালোবাসা 

নীলা : আবির আমি তুমাকে অনেক ভালবাসি,তুমি আমাকে ছেড়ে যেও না প্লীজ কথা বলো না কেনো?

আবির : তুমি প্লীজ, আমার পিছু ছাড়ো আমার ভালো লাগে না এসব।

নীলা আবির কে অনেক ভালোবাসে কিন্তু আবির তাকে পাত্তা দেয় না,আবির তার বাবা-মা একমাত্র ছেলে, অনেক আদরের ।আবির এর বাবা অনেক বড় একজন বিজনেসম্যান। নীলার বাবা ও কম না ,নীলা একভাই আর তার বাবা মা তার চার জন,নিয়ে তাদের পরিবার ।নীলা সকালে ঘুম থেকে উঠে। আবির কে দেখতে চলে যায় তার প্রতিদিনের কাজ এটা। তার সারা দিন ভালো যায়না‌ ,যদি আবিরকে দেখতে না পারে ।আবির এটা বুঝে ও না বুঝার বান করে থাকেন। আবির এর কোনো মেয়ে কেই ভালো লাগে না তার মন হয় ,মেয়ে মানুষ এমন ওই ভালোবাসার অভিনয় করে তারা কাউকে ভালবাসতে পারে না। সেইয় একটা মেয়ে কে অনেক ভালোবাসতো কিন্তু সে তার ছেড়ে চলে যায় ,তার পরে আর কাউকে বিশ্বাস করে নি।কোনো মেয়ের দিকে ফিরে ও থাকায় না ।নীলা তার দিকে কেমন বেখাইয়ার মত থাকায় থাকে তার একটু ভালো লাগে না ,সেয় বুজতে পারে তারে ডেকার জন্যই নীলা এখানে এসে থাকে যাতে করে তারে দেখতে পারে প্রতিদিন আবির এই রাস্তা দিয়ে কাজে যায়।পড়া‌ শেষে তার বাবার কাজে হেল্প করে।সেয় এই রাস্তা দিয়া প্রতিদিন বাইক দিয়া যায় আর নীলা তারে একটু দেখার জন্যই এখানে এছে বসে আছে ।নীলার ভাই এর বন্ধ আবির নীলা দের বাড়িতে আবির আগে আসতো এখন নীলা তাকে পছন্দ করে তায় তাদের বাড়িতে ও এখন আছে না।নীলা এতো দিন দরে তাকে পছন্দ করে ,আজকে সেয় আবির কে তার মন এর তায় জানাবে তায় তাকে বলতে যায় অনেক সাহস নিয়া তার কাছে গিয়ে আমতাহ আমতা করতে থাকে তার হাত পা কাপছে আর বলতে পারছে না তার মন এর কথা তাকে ।

আবির: নীলা, কিছু বলবা নাকি সামনে থেকে যাইব আমার কাজ আছে, সামনে থেকে যাও ।

নীলা: আমতা আমতা করে বলতে থেকে আ..আমার কিছু বলার আছে ।

আবির : একটু রাগী সুরে বলতে থেকে বাইক স্টার্ট দিতে দিতে কি বলো ?

আমি আপনাকে ভালবাসি ,আপনি কি বুজেন না ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Nila Orni

Author: Nila Orni

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কুরবানি

কুরবানিটা করে মুসলিম নিয়ত গুণে ভাই, হালাল টাকায় কেনা পশুর জবাই করে তাই। বিশ্বাস হৃদে ধারণ করে চলে মুসলিম গণ,

সাদা কালো

জুলাইয়ের ওই অভ্যুত্থানে পালিয়ে যায় কালো, ভাবলো সবে দেশটা তবে থাকবে যেন ভালো। দেশের লাগাম ধরবে টেনে আছে যতোই সাদা,

বিজ্ঞাপন

বিজ্ঞাপনে নাম ভাঙিয়ে করে সবার বশ, প্রচার করে প্রসার লাভে ছড়ায় খ্যাতি যশ। বিজ্ঞাপনে চলছে বেড়ে পঁচা পণ্যের মান. নকল

এ আই যুগে

এ আই যুগে কোথাও খুঁজে পাবে নাকো কালো, রূপ পাল্টিয়ে ছড়ায় তবে চাঁদের মত আলো। নিজের দেখে অবাক হয়ে বেজায়

Leave a Reply