0
আমি আর কয়দিন বাঁচব? হয়ত সাড়ে সাত দিন। এই সাত দিনে কি হবে? মা আসবে, বাপ আসবে, ভাই আসবে বোন আসবে, আসবে দূরের পাখি।সেই দূরের পাখি’ কে? সে আমার অতি আপন ভালবাসার মানুষ আপন প্রিয়া সুরঞ্জণা।এসেই সে কি বলবে? বলবে, তুমি কেমন আছ? যদি বলি ভাল আছি তাহলে তো ভুল হবে। তাহলে বলতে হবে, আমি ভাল নেই তুমি কেমন আছ? যদি বলে, তুমি ভাল নেই আমি ভাল কি থাকতে পারি তাহলে আমি কি বলব? বলব, তোমার কি হয়েছে? যদি বলে, তোমাকে ছাড়া আমি বাঁচব কি করে, আমি কি বলব? বলব, তুমি আমাকে ভুলে যেও তাহলেই তোমার বাঁচা সম্ভব হবে। কিন্তু সে কথা কি আমার পক্ষে বলা সম্ভব হবে? কারন, সে আমাকে ভুলে গেলে আমি বাঁচব কি করে? তাহলে আমি শুধু বলব, “তুমি মনে রেখো আমি বেঁচে আছি, আর একথা মনে রাখলেই তুমি বাঁচতে পারবে”। কারন, তার বাঁচাই যে আমার বাঁচা

0