0
ঈদের খুশির সূর্যোদয়ে
কাটবে আঁধার কালো,
অশান্ত রূপ বিলীন হবে
থাকবে মানব ভালো।
নিখিল থেকে অশুভ যাক
মানব জাতির জন্য,
হিংসা বিদ্বেষ ভুলে ঈদের
খুশিতে হোক ধন্য।
ঈদের বিপুল আনন্দেতে
মিলনে আজ হর্ষে
শান্তি- সাম্য – ভ্রাতৃত্ব-প্রেম
থাকুক সারা বর্ষে।
খুশির হিল্লোল প্রাণে কল্লোল
ব’য়ে ঈদের খুশি,
যাকাত দানে ফিতরা পেয়ে
দুখী কাঙাল সুখি।
ঈদের ময়দানে যে বাদশা
ফকির কাঁধে কাঁধে,
মিলন মেলায় রাঙিয়ে আজ
প্রার্থনায় যে কাঁদে।
আরো পড়ুন-
0