ঈদের খুশি

play icon Listen to this article
0

ঈদের খুশির সূর্যোদয়ে
কাটবে আঁধার কালো,
অশান্ত রূপ বিলীন হবে
থাকবে মানব ভালো।

নিখিল থেকে অশুভ যাক
মানব জাতির জন্য,
হিংসা বিদ্বেষ ভুলে ঈদের
খুশিতে হোক ধন্য।

ঈদের বিপুল আনন্দেতে
মিলনে আজ হর্ষে
শান্তি- সাম্য – ভ্রাতৃত্ব-প্রেম
থাকুক সারা বর্ষে।

খুশির হিল্লোল প্রাণে কল্লোল
ব’য়ে ঈদের খুশি,
যাকাত দানে ফিতরা পেয়ে
দুখী কাঙাল সুখি।

ঈদের ময়দানে যে বাদশা
ফকির কাঁধে কাঁধে,
মিলন মেলায় রাঙিয়ে আজ
প্রার্থনায় যে কাঁদে।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বুঝবে তুমি

উত্তাল সাগর ঢেউয়ের মাঝে ক্যামনে দিবো পাড়ি, মরণ ভয়ে —--কাঁপছে শরীর নিঃশ্বাস হচ্ছে ভারি। চারিদিকে আঁধার দেখি নাইরে বাঁচার গতি,

ওগো বিদেশিনী

বিদেশিনী তোমায় বলি কোথায় তুমি থাকো, এমন ভাবে আকুল করে কেন আমায় ডাকো? আমায় তুমি বশ করেছো কোন্ সে মায়ার

অসীম ধ্বনি

আকাশ ছোঁয়া রঙিন স্বপ্ন আছে মনের মাঝে, সেরার মুকুট পরবো জানি আমার কর্ম কাজে। আপন স্বপ্নের অসীম ধ্বনি আসে আমার

জানোয়ার -৫

জানোয়ার যদি জানোয়ার না হয় তাহলে জানোয়ার কে? জানোয়ার কি মানুষ? না, মানুষতো জানোয়ার হতে পারেনা। তাহলে? জানোয়ারই জানোয়ার। সবচেয়ে

Leave a Reply