ঈদের খুশি

0

ঈদের খুশির সূর্যোদয়ে
কাটবে আঁধার কালো,
অশান্ত রূপ বিলীন হবে
থাকবে মানব ভালো।

নিখিল থেকে অশুভ যাক
মানব জাতির জন্য,
হিংসা বিদ্বেষ ভুলে ঈদের
খুশিতে হোক ধন্য।

ঈদের বিপুল আনন্দেতে
মিলনে আজ হর্ষে
শান্তি- সাম্য – ভ্রাতৃত্ব-প্রেম
থাকুক সারা বর্ষে।

খুশির হিল্লোল প্রাণে কল্লোল
ব’য়ে ঈদের খুশি,
যাকাত দানে ফিতরা পেয়ে
দুখী কাঙাল সুখি।

ঈদের ময়দানে যে বাদশা
ফকির কাঁধে কাঁধে,
মিলন মেলায় রাঙিয়ে আজ
প্রার্থনায় যে কাঁদে।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

আছিয়া হত্যার বিচার চাই

আছিয়া হত্যার বিচার চাই 🖋️অপ্রিয় লেখক তানভির🌹 আছিয়ার চোখে ছিলো যে আলো, নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো। স্বপ্ন ভাঙে নির্দয়

অথৈ নদী

ফুলের মত দেখতে তোমার চোখ।সে চোখ দিয়ে তুমি কি বল কিছুই বুঝিনা। একদিন বললাম, কি বল? বললে, ভালবাসি।আসলে তুমি ভালবাসনা,

Leave a Reply