ঈদ আনন্দ

0

ঈদ আনন্দ
মোঃ রুহুল আমিন

ঈদ এসেছে রোজার শেষে
খুশি সবার মাঝে,
সবাই রইবে নতুন জামায়
পরে খুশির সাজে।

ঈদের দিনে ঈদ আনন্দ
থাকবে ঘরে ঘরে,
ধনী গরিব সবার যেনো
যাবে মনটা ভরে।

এতিম শিশুর হাসি মুখটা
দেখি ঈদের দিনে,
যাকাত পেলে পরবে গায়ে
নতুন জামা কিনে।

অর্থ সম্পদ আছে যাদের
তারা যাকাত দিবে,
ঈদ আনন্দে নেকির পাল্লা
ভারী করে নিবে।

মলিন মুখে হাঁসি ফুটবে
বেজায় খুশি মনে,
নতুন জামা কেনার টাকা
দিবে ধনী গণে।

যাকাত দিবে ধনীরা সব
বাড়ি বাড়ি গিয়ে,
যাকাত পেয়ে পরবে জামা
থাকবে খুশি নিয়ে।

ঈদের দিনে সবার মতো
থাকবে খুশি মুখে,
ভালো বেসে আপন করে
নেবে টেনে বুকে।

গরিব দুখি এতিম জনের
নবী ভালো বাসে,
যাকাত হলো ফরজ বিধান
দিয়ে থাকি পাশে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মাথায় ঢালে ময়লা

মানব জীবন অতি ছোটো কর্ম গুণটা বড়ো, সুবাস ছড়াও ভালো কর্মে তেমন জীবন গড়ো। কর্মের দোষে দেহের থেকে পঁচা গন্ধ

বিকল্প নাই

আযান শুনে নামাজ পড়ো মুসলিম তুমি ভাই। ইসলামী ওই শাসন নীতির বিকল্প যে নাই। প্রভুর প্রতি একিন তোমার ঈমানের ওই

বাঙালির ঐ শক্তি

মুক্তি যোদ্ধা দুঃসাহসের বাঙালির ঐ শক্তি, সমর যুদ্ধে রক্তের বদলা চাই না রক্তের ভক্তি। মুক্তি যোদ্ধা মানে মোদের বঙ্গ দেশের

উল্টায় গেছে দেশ

গুজব ছড়ায় মাতামাতি হাতা-হাতি আর, নিত্য নতুন গুজব দিয়ে দিনটা করে পার। সাগর জলে আগুন জ্বলে পাখির হবে কী, গাছের

2 Replies to “ঈদ আনন্দ”

Leave a Reply