1
গুজব ছড়ায় মাতামাতি
হাতা-হাতি আর,
নিত্য নতুন গুজব দিয়ে
দিনটা করে পার।
সাগর জলে আগুন জ্বলে
পাখির হবে কী,
গাছের ডগায় বোয়াল মাছে
করছে দেখি হি হি।
সিংহ মশাই লুকায় গুহায়
ন্যাংটা ইঁদুর ভয়ে,
বাঘের তাড়া করছে দেখি
হরিণ শাবক হয়ে।
পিঁপড়ার পায়ে হাতি পিষ্ট
মানুষ খাচ্ছে সাপ,
কাতল চিতল বোয়াল মাছে
গাছে দিচ্ছে ঝাঁপ।
পিঁপড়ার ডরে হাতিগুলো
ছেড়ে গেছে দেশ,
ডাঙায় চরে জলহস্তী সব
জলের তলে মেষ।
আজগুবি সব গুজব রটে
মজা লুটে নেয়,
দেশটা নাকি উল্টায় গেছে
জব্বর খবর দেয়।

1
খুব ভালো