0
যা কিছু আমার সব তোমার, যা কিছু তোমার সব আমার – এমনি করেই যেন দিন যায়।এমনি করে দিন না গেলে কার কি ক্ষতি? কারও কোন ক্ষতি নেই। তারপরও বলছি, তুমি আমার আমি তোমার এমনি করেই যেন দিন যায়। এমনি করে দিন গেলে কি হবে? এমনি করে দিন গেলেই তো লাভ, আমরা দুজন শুধু দুজনার।
0