0
তোমাকে বলেছিলাম, গতকাল আসতে, তুমি এসেছ আজ, আজ আসলে কেন? আজ এসেছি কারন গতকাল আমার কাজ ছিল। তোমার কাজের নিকুচি করি, তোমাকে যখন বলব তখন এসো।আমি আগামীকাল আসতে পারবনা।কেন? আগামীকাল আমার বাচ্চার জন্মদিন। জন্মদিন তো কি হয়েছে? জন্মদিনে আসলে ওর বাবা রাগ করবে। তাহলে তুমি তার কথাই গুরুত্ব দাও? তার কথায় গুরুত্ব না দিয়ে তো উপায় নেই কারন সেটা একটা ছেলের জন্মদিন। তাহলে তুমি ছেলের জন্মদিন নিয়েই থাক। তুমি বল কি করতে? তুমি ছেলেকে সাথে করে নিয়ে আসবে, বলবে, ছেলের আজ গুরুত্বপূর্ণ কাজ আছে, তাকে ডাক্তার দেখাতে হবে ডাক্তার না দেখালে মরে যাবে।যদি এমন হয় যে ছেলের কোন সমস্যা না থাকে। বলবে, ছেলেকে অন্য জায়গায় রেখে এসেছি সেখান থেকে আনতে হবে। তাহলে তুমি সেখানে থাকবে? হ্যাঁ, তাহলে আমি সেই জায়গায় এক কোনায় দাঁড়িয়ে থাকব।তাহলে আমি সেই জায়গায় সময়মত হাজির হব।
0