এক কাপ চায়ের নিমন্ত্রণ

1

🍁🍂ওগো বসে আছি যে অপেক্ষায়

কবে আসবে

এক কাপ চায়ের নিমন্ত্রণ

কবে তৈরী হবে

এক প্রিয় বন্দন।।

সকালের স্নিগ্ধ বাতাসে

ডুবে যাব চায়ের সুগন্ধে

কবে আসবে সেদিন

যেদিন পেয়ে যাব তোমার নিমন্ত্রণ ।।

আহা এক চুমুক চায়ের প্রতিক্ষায়

বসে আছি সুদূর পানে চেয়ে

কবে মন ভাসাব

তোমার এক কাপ চায়ের নিমন্ত্রণে।।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

rarpita

Author: rarpita

অন্যকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে দেখুন

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মূল কাঠামো চাও

ন্যায়বিচারের শাসন নীতি মূল কাঠামো চাও, সত্যের বিধান ধারকগণের সুযোগ তবে দাও। বিধান মতে রাজ কায়েমে দিলে সবাই মত, জাতি

আক্রোশ গন্ধ

আক্রোশ গন্ধ মোঃ রুহুল আমিন বঙ্গ দেশেই ছিল একটা স্বৈরাচারী রাজা, জনের দিতো নির্মম ভাবে কঠিনতম সাজা। শিকল বেড়ি ডান্ডা

মাথায় ঢালে ময়লা

মানব জীবন অতি ছোটো কর্ম গুণটা বড়ো, সুবাস ছড়াও ভালো কর্মে তেমন জীবন গড়ো। কর্মের দোষে দেহের থেকে পঁচা গন্ধ

বিকল্প নাই

আযান শুনে নামাজ পড়ো মুসলিম তুমি ভাই। ইসলামী ওই শাসন নীতির বিকল্প যে নাই। প্রভুর প্রতি একিন তোমার ঈমানের ওই

Leave a Reply