0
আবার যদি তোমাকে দেখি আমার কি মনে হবে? তুমি সেই আগের মত নেই, তুমি কেমন যেন হয়ে গেছ। আসলে কি তোমার কিছু হয়েছে? না।তাহলে আমার এমন লাগে কেন? আমি একজনের প্রেমে মত্ত আছি, সে আমাকে রূপসা নদীর ঘোলা জল খাইয়েছে।তাহলে তাকে কি করতে হবে? মেরে ফেলতে হবে। মেরে ফেলতে কতক্ষণ লাগবে ? এক ঘন্টা। এই এক ঘন্টা কই? এমন কেউ কি আছ যে আমাকে এই এক ঘন্টা দিতে পার?
না, না এমন কেউ নেই। তাহলে তোমার কেন সৃষ্টি হল!
আরো পড়ুন-
- বুলিয়ান এলজেবরা
- ইহুদি ধর্মের ইতিহাস
- বেলের উপকারিতা ও অপকারিতা
- অনলাইনে কেনাকাটার সুবিধা
- প্রবন্ধ লেখার নিয়ম

0