0
তোমার যে নাম সুন্দর সে নাম আমাকে ধার দাও, আমি ক’দিনের জন্য সে নাম ব্যবহার করি।না, সে নাম তোমাকে ধার দেওয়া যাবেনা।সে নাম ধার দিলে তুমি গিলে খেয়ে ফেলবে। আমিতো গিলতেই চাই।গিললে তোমার মা বকবে।মা যা মন তা বলুক তুমি আমাকে ধার দাও। না, হবেনা। তাহলে তোমার মাকে সোজাসুজি না বলে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, বলব, তুমি যদি না মান আমি তোমার আপন সন্তান নই।আচ্ছা ঠিক আছে, দিলাম, নাও ধার নাও।এতক্ষণে ভালবাসা তার পথ খুঁজে পেল, এ পথ যদি সে আরো আগে খুঁজে পেত তাহলে অনেক আগেই সে পথহারা হয়ে যেত।

0