0
আমার মৃত্যুর পর’ তুমি কি করবে? শুধু কাঁদবে, অঝোর ধারায় কাঁদবে, তোমার শুধু মনে হবে, আমার মত কেউ নেই। না,না আমি বলছি, আছে, সে তোমাকে বুকের মাঝখানে আগলে রাখবে, দিনরাত আদর করবে, আমি যা দিতে পারিনি তা দিবে।তাহলে তুমি কি তার জন্য কাঁদ? না,না আমি কাঁদিনা, আমার শুধু মনে হয়, সে যেন হাজার বছর বেঁচে থাকে। তাহলে তুমি কি তার জন্যই জন্ম নিয়েছ? হ্যাঁ, আমি তার জন্যই জন্ম নিয়েছি। তাহলে তুমি হাজার বছর বেঁচে থাক।আমার বেঁচে থাকাই যেন তোমার বেঁচে থাকা হয়।

0