0
তুমি যদি একবার হাসতে আমি হাসতাম দশবার।তুমি যদি দশবার হাসতে আমি হাসতাম একশ’ বার।অথচ আজ তুমি একবারও হাসলেনা, আমি কেমন করে হাসি?
আমি হাসিনি আমি হাসলে দাঁত দেখা যায়। তাহলে তুমি তোমার এ দাঁত নিয়েই থাক।

0
তুমি যদি একবার হাসতে আমি হাসতাম দশবার।তুমি যদি দশবার হাসতে আমি হাসতাম একশ’ বার।অথচ আজ তুমি একবারও হাসলেনা, আমি কেমন করে হাসি?
আমি হাসিনি আমি হাসলে দাঁত দেখা যায়। তাহলে তুমি তোমার এ দাঁত নিয়েই থাক।
আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)