0
তুমি প্রেম, তুমি ঈশ্বর, তুমি অভিধায়, তোমার কোন তুলনা নাই। তুমি যেখানেই বস মাছি ভন ভন করে। তোমার নামে ফুল ফোটে, তোমার নামে চাঁদ ওঠে, তোমাকে দেখলে স্বর্গ দেখতে ইচ্ছে হয়।তুমি কেন এত সুন্দর সে কথা আমায় বলবে কি আমি তোমায় নিয়ে মনের মত একটি কবিতা লিখতে চাই।
তোমার নামে কবিতা লিখতে গেলে যদি শত সহস্র বছর কেটে যায়, কেটে যাক তবুও আমি সে কবিতা লিখবই।লিখতে লিখতে এ হৃদয়ে যদি রক্ত ক্ষরণ ঘটে ঘটুক তবুও আমাকে সে কবিতা লিখতে হবে।
0