ও আমার প্রিয়া ( প্রেমের কবিতা)

0

যতই বলি তুমি সুন্দর কম হয়ে যায়। তুমি আসলেই সুন্দর। এত সুন্দর যে তার কোন তুলনা নেই। তোমাকে এত সুন্দর করে সৃজিয়েছেন কে? ঈশ্বর। সেই ঈশ্বরের প্রশংসা করি। ঈশ্বর যদি তোমাকে না সৃজিতেন আমি কি চেয়ে থাকতাম। ঈশ্বর নিশ্চয়ই তোমাকে সৃজানোর আগে আমার কথা ভেবেছিলেন। তানাহলে তুমি এত সুন্দর হবে কেন।তোমাকে একটা কথা বলি তুমি কখনও পথের ধারে যেওনা সেখানে এক বিরাট বাঘ আছে………।

আর যাই কর বেশিক্ষণ নেচোনা নাচলে তোমাকে ক্লান্ত লাগে…………।

একদিন এক দুপুর বেলা’ বটতলায় এসো সেখানে অনেক ফুল ফোটে।

যদি কিছু মন চায় আমার কথা স্মরণ কোরো দেখবে অনেক ভাল লাগবে।

কুটি কুটি করে হাসে পদ্মা তুমি সেই হাসি হাসার চেষ্টা কোরো।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। প্রাপ্তি স্থান : মিতা বুক সেন্টার নীলক্ষেত ঢাকা। শাহানা প্রকাশনীর লাইব্রেরি, নীলক্ষেত,

মৃত্যুঞ্জয়ী

কবির কাব্য সোচ্চার ছিল পেতে স্বাধীন ভাষা, মায়ের ভাষা সম্মান দিবে প্রাণে ছিলো আশা। একুশের ওই ভাষার জন্যে কলম উঠে

তরুণ যুবার দল

শহর গাঁয়ে জনের মুখে জয়ধ্বনি যে আজ, দেশের ভারটা তরুণ নিবে পরবে মাথায় তাজ। সুস্থ সুন্দর দেশটা পেতে তোমরা সবে

রোজা জান্নাত সন্ধি

রোজার মাসে মুমিনগণে রাখে তিরিশ রোজা, ঈমান আমল মজবুত করে হবে সরল সোজা। রোজার সাথে ক্ষুধার মন্দা আন্দাজ যেন করে,

Leave a Reply