0
যতই বলি তুমি সুন্দর কম হয়ে যায়। তুমি আসলেই সুন্দর। এত সুন্দর যে তার কোন তুলনা নেই। তোমাকে এত সুন্দর করে সৃজিয়েছেন কে? ঈশ্বর। সেই ঈশ্বরের প্রশংসা করি। ঈশ্বর যদি তোমাকে না সৃজিতেন আমি কি চেয়ে থাকতাম। ঈশ্বর নিশ্চয়ই তোমাকে সৃজানোর আগে আমার কথা ভেবেছিলেন। তানাহলে তুমি এত সুন্দর হবে কেন।তোমাকে একটা কথা বলি তুমি কখনও পথের ধারে যেওনা সেখানে এক বিরাট বাঘ আছে………।
আর যাই কর বেশিক্ষণ নেচোনা নাচলে তোমাকে ক্লান্ত লাগে…………।
একদিন এক দুপুর বেলা’ বটতলায় এসো সেখানে অনেক ফুল ফোটে।
যদি কিছু মন চায় আমার কথা স্মরণ কোরো দেখবে অনেক ভাল লাগবে।
কুটি কুটি করে হাসে পদ্মা তুমি সেই হাসি হাসার চেষ্টা কোরো।
0