0
তুমি যা চেয়েছ তাই দিয়েছি শুধু দেইনি একটি মালা, সেটা হল আমার গলার হার। সেটা দেইনি কেন? সেটা দিলে তুমি অতিশয় আনন্দিত হবে যা আমার জন্য সমূহ বিপদের কারণ হতে কারন হতে পারে। বিপদ হবে কেন? কারন, অতিশয় আনন্দিত হলে আমার কথা তোমার নাও মনে থাকতে পারে। তাহলে তোমার মালা তোমার কাছেই থাক। আমার মালা আমার কাছে থাকলে তুমি আনন্দিত হবে? হ্যাঁ হব।কেন? কারন,তুমি আমাকে ভালবাসবে এতো আমার জন্য আনন্দের খবরই।তাহলে এ আনন্দ দিনরাত দেব তুমি শুধু কান পেতে রেখো।হ্যাঁ, আমার কান চব্বিশ ঘণ্টাই খোলা। তাহলে সে কানের প্রশংসা এখানে রেখে গেলাম। এখানে রেখে যাবে বলেইতো আমি বেঁচে আছি। তাহলে তুমি আরো অনেকদিন বেঁচে থাক।
আরো পড়ুন-
- গৌতম বুদ্ধের শিক্ষা
- ইউটিউব থেকে আয় করার উপায়
- এডসেন্সের টাকা তোলার পদ্ধতি
- ছোটগল্প লেখার নিয়ম
- মোটিভেশনাল উক্তি
0