কবিতা অসভ্যতা আফছানা খানম অথৈ

0

কবিতা
অসভ্যতা
আফছানা খানম অথৈ

দিনে দিনে মানবজাতির
হচ্ছে অধঃপতন,
সভ্যতার নামে বেহায়াপনাকে
করছে সামাজিক ফ্যাশন।

কিছুকিছু মুসলিম জাতি
মানছে না ইসলামের রীতিনীতি,
বেহায়াপনা আর নষ্টামিকে
করছে সামাজিক রীতি।

কিছুকিছু মানুষ বলে
এসব হলো এ যুগের ফ্যাশন,
তাইতো ছেলে মেয়েরা
অবাধে করছে বিচরণ।

কেউ করছে ব্লগ ভিডিও
কেউ করছে ড্যান্স ,
এমন যুগ এসেছে রে ভাই
হারাম পথে করছে সবাই কামাই।

কিছুকিছু মানুষ দেখি
ভাইরাল হওয়ার নেশায়,
চ্যানেল খুশে বসে আছেন
ভিউ পাওয়ার আশায়।

ভিউ পাচ্ছে ভুরিভুরি
টাকা পাচ্ছে ঝুড়িঝুড়ি,
হারাম টাকার ছড়াছড়ি
বিলাস বহুল বাড়িগাড়ি।

সভ্যতা আজ বিলুপ্ত
অসভ্যতা সুপ্ত জাগ্রত,
তাইতো দিনেদিনে মানবজাতির
মগজ হচ্ছে নষ্ট।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মূল কাঠামো চাও

ন্যায়বিচারের শাসন নীতি মূল কাঠামো চাও, সত্যের বিধান ধারকগণের সুযোগ তবে দাও। বিধান মতে রাজ কায়েমে দিলে সবাই মত, জাতি

আক্রোশ গন্ধ

আক্রোশ গন্ধ মোঃ রুহুল আমিন বঙ্গ দেশেই ছিল একটা স্বৈরাচারী রাজা, জনের দিতো নির্মম ভাবে কঠিনতম সাজা। শিকল বেড়ি ডান্ডা

মাথায় ঢালে ময়লা

মানব জীবন অতি ছোটো কর্ম গুণটা বড়ো, সুবাস ছড়াও ভালো কর্মে তেমন জীবন গড়ো। কর্মের দোষে দেহের থেকে পঁচা গন্ধ

বিকল্প নাই

আযান শুনে নামাজ পড়ো মুসলিম তুমি ভাই। ইসলামী ওই শাসন নীতির বিকল্প যে নাই। প্রভুর প্রতি একিন তোমার ঈমানের ওই

Leave a Reply