0
কবিতা
অসভ্যতা
আফছানা খানম অথৈ
দিনে দিনে মানবজাতির
হচ্ছে অধঃপতন,
সভ্যতার নামে বেহায়াপনাকে
করছে সামাজিক ফ্যাশন।
কিছুকিছু মুসলিম জাতি
মানছে না ইসলামের রীতিনীতি,
বেহায়াপনা আর নষ্টামিকে
করছে সামাজিক রীতি।
কিছুকিছু মানুষ বলে
এসব হলো এ যুগের ফ্যাশন,
তাইতো ছেলে মেয়েরা
অবাধে করছে বিচরণ।
কেউ করছে ব্লগ ভিডিও
কেউ করছে ড্যান্স ,
এমন যুগ এসেছে রে ভাই
হারাম পথে করছে সবাই কামাই।
কিছুকিছু মানুষ দেখি
ভাইরাল হওয়ার নেশায়,
চ্যানেল খুশে বসে আছেন
ভিউ পাওয়ার আশায়।
ভিউ পাচ্ছে ভুরিভুরি
টাকা পাচ্ছে ঝুড়িঝুড়ি,
হারাম টাকার ছড়াছড়ি
বিলাস বহুল বাড়িগাড়ি।
সভ্যতা আজ বিলুপ্ত
অসভ্যতা সুপ্ত জাগ্রত,
তাইতো দিনেদিনে মানবজাতির
মগজ হচ্ছে নষ্ট।

0