0
কবিতা
আগুন
আফছানা খানম অথৈ
আজকে ধনী কালকে গরীব
সবই ভাগ্যের লিখন,
বেলী রোড়ে আগুন লেগে
পুড়লো কত জীবন।
অশ্রুজলে সিক্ত হলো
বেলী রোড়ের আকাশ,
স্বজনহারা মানুষেরা
করলো শুধু হাহাকার।
মায়ে কান্দে, বোনে কান্দে
কান্দে প্রতিবেশী,
কেমন করে ভুলবে তারা
আপন জনের স্মৃতি।
কেউ হারিয়েছে ভাই
কেউ হারিয়েছে বোন,
কেউ স্বপরিবার
তাদের শোকে কাতর,
সকল আত্মীয় স্বজন।
শান্তনা দেয়ার ভাষা নেই
বাকরুদ্ধ সবাই,
তবুও ও মানতে হবে বিধির বিধান,
পরকালে হয়তো দিবেন আল্লাহ
জান্নাতের উচ্চ মাকাম।
0