কবিতা আগুন আফছানা খানম অথৈ

0

কবিতা
আগুন
আফছানা খানম অথৈ

আজকে ধনী কালকে গরীব
সবই ভাগ্যের লিখন,
বেলী রোড়ে আগুন লেগে
পুড়লো কত জীবন।
অশ্রুজলে সিক্ত হলো
বেলী রোড়ের আকাশ,
স্বজনহারা মানুষেরা
করলো শুধু হাহাকার।
মায়ে কান্দে, বোনে কান্দে
কান্দে প্রতিবেশী,
কেমন করে ভুলবে তারা
আপন জনের স্মৃতি।
কেউ হারিয়েছে ভাই
কেউ হারিয়েছে বোন,
কেউ স্বপরিবার
তাদের শোকে কাতর,
সকল আত্মীয় স্বজন।
শান্তনা দেয়ার ভাষা নেই
বাকরুদ্ধ সবাই,
তবুও ও মানতে হবে বিধির বিধান,
পরকালে হয়তো দিবেন আল্লাহ
জান্নাতের উচ্চ মাকাম।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মানুষের মাঝে মানুষ

মানুষের ভিড়ে হারিয়ে যাই প্রতিদিন, একেকটি মুখ, একেকটি গল্প, চোখের কোণে লুকানো ব্যথা, হাসির ফাঁকে চাপা দীর্ঘশ্বাস। আমি দেখি, তবু

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

Leave a Reply