কবিতা আগুন আফছানা খানম অথৈ

0

কবিতা
আগুন
আফছানা খানম অথৈ

আজকে ধনী কালকে গরীব
সবই ভাগ্যের লিখন,
বেলী রোড়ে আগুন লেগে
পুড়লো কত জীবন।
অশ্রুজলে সিক্ত হলো
বেলী রোড়ের আকাশ,
স্বজনহারা মানুষেরা
করলো শুধু হাহাকার।
মায়ে কান্দে, বোনে কান্দে
কান্দে প্রতিবেশী,
কেমন করে ভুলবে তারা
আপন জনের স্মৃতি।
কেউ হারিয়েছে ভাই
কেউ হারিয়েছে বোন,
কেউ স্বপরিবার
তাদের শোকে কাতর,
সকল আত্মীয় স্বজন।
শান্তনা দেয়ার ভাষা নেই
বাকরুদ্ধ সবাই,
তবুও ও মানতে হবে বিধির বিধান,
পরকালে হয়তো দিবেন আল্লাহ
জান্নাতের উচ্চ মাকাম।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জানোয়ার ( ৭)

মানুষ যদি মানুষ না হত? সে জানোয়ার হত।কারন? জানোয়ারের চা'র ঠ্যাং।একদিন এক জানোয়ার গেল মাঠে, গিয়ে দেখল  এক জানোয়ার শুয়ে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

Leave a Reply