কবিতা আমাকে বাঁচাও আফছানা খানম অথৈ

0

কবিতা
আমাকে বাঁচাও
আফছানা খানম অথৈ

ছোট্ট সোনামনি বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে
তবুও ডাগর চোখে তাকিয়ে আছে,
সে কী চাহনি, হাত ঈশারা করছে
বাঁচার আকুতি প্রকাশ করছে।
কেউ কি আছ?
আমাকে বাঁচাও,বাঁচাও, আমি মরতে চাই না
বাঁচতে চাই,মায়ের কোলে ফিরে যেতে চাই।
অবুঝ শিশুর বাঁচার আকুতি গোটা বিশ্বকে কাঁদিয়েছে
ছুটে এসেছে একদল মানবতার ফেরিওয়ালা,
রক্ষা করেছে অবুঝ শিশুটিকে
শুন্য মায়ের কোল পূর্ণতায় ভরে উঠেছে,
ঠোটের কোনে ফুটে উঠেছে এক ঝলক হাসি।
মায়ের মমতায় জড়িয়ে ধরে আগলে রেখেছে
আর যেন বুকের মানিক হারিয়ে যেতে না পারে।
এমন হৃদয়বিদারক দৃশ্য ভুলার নয়
চিরস্মরণীয় হয়ে থাকবে আজীবন।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মাথায় ঢালে ময়লা

মানব জীবন অতি ছোটো কর্ম গুণটা বড়ো, সুবাস ছড়াও ভালো কর্মে তেমন জীবন গড়ো। কর্মের দোষে দেহের থেকে পঁচা গন্ধ

বিকল্প নাই

আযান শুনে নামাজ পড়ো মুসলিম তুমি ভাই। ইসলামী ওই শাসন নীতির বিকল্প যে নাই। প্রভুর প্রতি একিন তোমার ঈমানের ওই

বাঙালির ঐ শক্তি

মুক্তি যোদ্ধা দুঃসাহসের বাঙালির ঐ শক্তি, সমর যুদ্ধে রক্তের বদলা চাই না রক্তের ভক্তি। মুক্তি যোদ্ধা মানে মোদের বঙ্গ দেশের

উল্টায় গেছে দেশ

গুজব ছড়ায় মাতামাতি হাতা-হাতি আর, নিত্য নতুন গুজব দিয়ে দিনটা করে পার। সাগর জলে আগুন জ্বলে পাখির হবে কী, গাছের

Leave a Reply