কবিতা আমাকে বাঁচাও আফছানা খানম অথৈ

0

কবিতা
আমাকে বাঁচাও
আফছানা খানম অথৈ

ছোট্ট সোনামনি বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে
তবুও ডাগর চোখে তাকিয়ে আছে,
সে কী চাহনি, হাত ঈশারা করছে
বাঁচার আকুতি প্রকাশ করছে।
কেউ কি আছ?
আমাকে বাঁচাও,বাঁচাও, আমি মরতে চাই না
বাঁচতে চাই,মায়ের কোলে ফিরে যেতে চাই।
অবুঝ শিশুর বাঁচার আকুতি গোটা বিশ্বকে কাঁদিয়েছে
ছুটে এসেছে একদল মানবতার ফেরিওয়ালা,
রক্ষা করেছে অবুঝ শিশুটিকে
শুন্য মায়ের কোল পূর্ণতায় ভরে উঠেছে,
ঠোটের কোনে ফুটে উঠেছে এক ঝলক হাসি।
মায়ের মমতায় জড়িয়ে ধরে আগলে রেখেছে
আর যেন বুকের মানিক হারিয়ে যেতে না পারে।
এমন হৃদয়বিদারক দৃশ্য ভুলার নয়
চিরস্মরণীয় হয়ে থাকবে আজীবন।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কিশোর

  আমরা নবীন,আমরা কিশোর জয় করিবো বিশ্ব ভূবন, মেধার বিকাশ জাগবে এবার গড়বো জ্ঞানের নতুন স্বপন। সত্য ন্যায়ের সঙ্গে থেকে

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই 'কনকচাঁপা দোদুল দোল '। মোট কবিতার সংখ্যা ৮০ টি।বইটিতে আমার কবি নাম: মোঃ আরিফ হোসেন সর্দার।  

ওঁরা আপন জন

ঘুমের থেকে ওঠরে জেগে ওহে মুসলিম গণ, দেখরে চেয়ে মরছে যারা ওঁরা আপন জন। মুসলিম হলে কেমন করে থাকো আজি

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক বাহিনী বুলেট ছোড়ে ঝাঁঝরা করে

Leave a Reply