0
কবিতা
আমাকে বাঁচাও
আফছানা খানম অথৈ
ছোট্ট সোনামনি বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে
তবুও ডাগর চোখে তাকিয়ে আছে,
সে কী চাহনি, হাত ঈশারা করছে
বাঁচার আকুতি প্রকাশ করছে।
কেউ কি আছ?
আমাকে বাঁচাও,বাঁচাও, আমি মরতে চাই না
বাঁচতে চাই,মায়ের কোলে ফিরে যেতে চাই।
অবুঝ শিশুর বাঁচার আকুতি গোটা বিশ্বকে কাঁদিয়েছে
ছুটে এসেছে একদল মানবতার ফেরিওয়ালা,
রক্ষা করেছে অবুঝ শিশুটিকে
শুন্য মায়ের কোল পূর্ণতায় ভরে উঠেছে,
ঠোটের কোনে ফুটে উঠেছে এক ঝলক হাসি।
মায়ের মমতায় জড়িয়ে ধরে আগলে রেখেছে
আর যেন বুকের মানিক হারিয়ে যেতে না পারে।
এমন হৃদয়বিদারক দৃশ্য ভুলার নয়
চিরস্মরণীয় হয়ে থাকবে আজীবন।

0