0
আষাঢ়ের বাদল দিনে
আফছানা খানম অথৈ
আষাঢ়ের বাদল দিনে
ঝড়ো হাওয়া বয়,
আকাশ পানে হঠাৎ হঠাৎ
বিদ্যুৎ চমকায়।
বৃষ্টি পড়ে ঝুমুর ঝুমুর
ঘরের চালে বাজছে নুপুর,
গাছের পাতা হাওয়ায় দোলে
বৃষ্টির জলে ধুয়ে মুছে।
কৃষক ছুটে ক্ষেতের পানে
ফসল কাটে নিজের হাতে,
ক্ষেত ভরা ধানের বান
দেখে জুড়ায় কৃষকের প্রাণ।
কৃষকের মুখে হাসি
ঘাম ঝরে রাশি রাশি
মনের সুখের গায় গান
দিন শেষে ফিরে গাঁয়।

0
বেশ কবিতা। অনেক অভিনন্দন। শুভেচ্ছা জানাচ্ছি।
ভালো মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ