কবিতা – ঈদের পরেই পরিক্ষা

1

ঈদের পরেই পরিক্ষা

লেখক – নিয়ামত উল্লাহ আল আমিন

প্রথম প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৩

দশটি বছর কেটে গেলো
পেলো যতো শিক্ষা,
তেইশের এসএসসি ব্যাচ
ঈদের পরেই পরিক্ষা।

দশটি বছর কাটালো ঈদ
হাসি-খুশি আনন্দে,
এবার ঈদে হচ্ছে না আর
খুশির আমেজ স্বাচ্ছন্দ্যে।

করোনা আর লকডাউনে
বছর গেলো পেরিয়ে,
পরিক্ষা তারা দিচ্ছে এবার
ঈদের খুশি এড়িয়ে।

রমজানেরই ত্রিশ রোজা
ঈদের কাছে ঘনিয়ে,
সময়ের প্রহর গুনছে
পরিক্ষা জানিয়ে।

ঈদ যে আবার পাবে তারা
হায়াত থাকলে নসিবে,
পরিক্ষা যে দিতেই হবে
হুকুম জারি সচিবে।

পরিক্ষাটা দিলেই তবে
পাবে কিছু শান্তি,
অগ্রসর হচ্ছে তারা
দূর হবে যত ক্লান্তি।

©officialniyamatullah


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

Niyamat Ullah Al Amin

Author: Niyamat Ullah Al Amin

A Writer

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কিনবে বধূ শাড়ি

কিনবে বধূ শাড়ি মোঃ রুহুল আমিন সোনালী ধান ঘরে তুলতে কৃষক কাটে ধান, খুশির হাঁসি—-মুখে নিয়ে গাহে কৃষক গান ধান

উপন্যাস পর্ব এক মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "এক" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ আসছে ১লা বৈশাখ শুভ নববর্ষ।চারদিকে নতুন বছরের আমেজ ফুটে

দগ্ধ ধোঁয়ার ছাই

সাজ গোছেতে পরিপাটি সবার চোখে ভাই, ভেতর পোড়ে আগ্নেয়গিরি দগ্ধ ধোঁয়ার ছাই। ভেতর মাঝে অনল দহন জানে পোড়া মন, আপন

গল্প এক পুরুষ বারো বিয়ে আফছানা খানম অথৈ

  গল্প এক পুরুষ বারো বিয়ে আফছানা খানম অথৈ গরীব কৃষকের মেয়ে তাছলিমা প্রাথমিক শিক্ষা শেষ করেছে।আভাব অনটনের সংসার তাই

One Reply to “কবিতা – ঈদের পরেই পরিক্ষা”

Leave a Reply