1
ঈদের পরেই পরিক্ষা
লেখক – নিয়ামত উল্লাহ আল আমিন
প্রথম প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৩
দশটি বছর কেটে গেলো
পেলো যতো শিক্ষা,
তেইশের এসএসসি ব্যাচ
ঈদের পরেই পরিক্ষা।
দশটি বছর কাটালো ঈদ
হাসি-খুশি আনন্দে,
এবার ঈদে হচ্ছে না আর
খুশির আমেজ স্বাচ্ছন্দ্যে।
করোনা আর লকডাউনে
বছর গেলো পেরিয়ে,
পরিক্ষা তারা দিচ্ছে এবার
ঈদের খুশি এড়িয়ে।
রমজানেরই ত্রিশ রোজা
ঈদের কাছে ঘনিয়ে,
সময়ের প্রহর গুনছে
পরিক্ষা জানিয়ে।
ঈদ যে আবার পাবে তারা
হায়াত থাকলে নসিবে,
পরিক্ষা যে দিতেই হবে
হুকুম জারি সচিবে।
পরিক্ষাটা দিলেই তবে
পাবে কিছু শান্তি,
অগ্রসর হচ্ছে তারা
দূর হবে যত ক্লান্তি।

1
♥